Essay On Covid-19 – Stronger together and a new word for  us : Solidarity

Essay On Covid-19 – Stronger together and a new word for us : Solidarity

"When I is replaced by We, even Illness becomes Wellness." – Malcolm

Solidarity is a commonly used word but has today gained a real recognition, meaning, and signicance as the globe has endorsed ‘solidarity’ as the foremost and vital weapon in the battle to safeguard humanity. This has been brought to our conscience through a message given by Dr. Tedros Adhanom, the Director-General of WHO, who has made ‘solidarity’ a constant message of the global public health response to COVID-19 pandemic.

Solidarity is not only a word, but also a realization that we are all in this together; not a feeling of indenite compassion, but a rm and persevering determination to commit oneself to the common good, to strengthen the community and to promote a just society.

It is clear that strength lies in unity, and ‘Unity is Strength.’ Our unied objectives, sympathies, and actions tie us together as one with the strings of solidarity, while striking the chords of unity, cooperation, and unanimity.

The world is tussling with an issue of large scale and massive human impact, the pandemic of COVID-19. Antonio Guterres, the ninth Secretary-General of the United Nations also said, in an interview, “COVID-19 is above all a human crisis with severe health and socio-economic consequences.” This virus is unexpected in our lifetime and requires an unmatched response. Once the battle is over, there will be ample time to look back and completely understand how it emerged, evolved, and caused devastation in our entity. That time has not come yet. Now is the time when the globe is in the thick of health, and when the international community must unite in its common struggle with solidarity to combat this virus and its shattering consequences.

The WHO is working in solidarity with many countries to implement a comprehensive approach to educate, empower, and engage communities to slow down transmission.

It is securing lives and buying time for the development of vaccines and treatments. An international large-scale study is in place to generate reliable data to show which treatments are the most eective. The WHO has called it ‘Solidarity Trial.’

Although political borders have been closed, scientists are creating a global collaboration unlike any other in history. Several experts in so many nations are focusing simultaneously on a single topic with great urgency.

Another example is the lockdown followed by the respectable citizens like faithful teammates following the instructions of the government with loyalty. In turn, all doctors, healthcare workers, and civil workers have been fearless warriors working persistently round the clock for the good of the world.

The globe is worth ghting for to secure such an invaluable jewel: humankind.

We are in the midst of unpleasant circumstances of the most serious kind. We have before us long months of struggle. It is the necessity to move forward with the spirit of harmony to ght this terrible catalog of human suerings. ‘Let us stand in solidarity, not to a specic country, race, or religion but rather to humanity.’

“United we stand, divided we fall.”

The little poetess inside me want to sum up my thoughts with the following piece of poetry:

Alone we are droplets, together an ocean,

when we drink unity’s potion.

Alone we are bricks, together a building,

and so ourselves we are shielding.

Alone we are branches, together a tree,

grown with the seeds of solidarity.

Alone we are people, together a team,

with cooperation supreme.

Alone we are humans, together humanity

standing together with unity and unanimity

Essay on Lockdown – Learning at Home during Lockdown : My  Parents and My Teachers

Essay on Lockdown – Learning at Home during Lockdown : My Parents and My Teachers

The whole world has come to a standstill, and the reason is  the pandemic COVID-19. All of a sudden, it seems we are a part of a horror movie. The villainous coronavirus is killing thousands of people, and we are feeling helpless. It has turned our lives upside down. Even in our dreams, we could not have imagined ourselves conned to our homes, with no outings and unable to meet our friends and relatives.

Reasonably, the situation has given us a chance to look at things dierently. In the beginning, this lockdown was considered as holidays by some children, like me. Once extended, it has made us realize the value of attending schools. We appreciate the hard work of our teachers who are trying their best to teach us through online classes and providing us with study material. Teachers are not leaving any stone unturned so that we do not waste our precious time sitting idle. Although initially taking online classes was a challenge for them, they have quickly adapted so that our academic pathdoes not get aected. This has taught us never to run away from challenges when life throws them upon us and, to try to adapt according to the situation.

These hard times are teaching us the value of everyday food items like fruits, vegetables, and groceries in our lives. They have become so valuable that nowadays they are not readily available. We are learning to manage ourselves with limited resources. We have learned to respect our farmers and the vendors who are bringing these essentials to our doorsteps. We have realized that we should never waste food because many people are unable to have even a single meal during this lockdown period. It has also taught us life beyond junk food as now we know that delicious food can be cooked at home too. We have become more alert about personal hygiene and cleanliness.

The lockdown has also made us appreciate our parents, who usually work day and night to fulll our reasonable (and unreasonable) demands and never complain. Spending more time with them gave us an opportunity to understand them and to learn what quality time is. Life is about not only studies, TV, and games. It is about sharing and standing with each other during any phase of life. We have also got a chance to know about our parent’s childhood days, watching Ramayana, Mahabharata, etc. playing games like Ludo. Parents have also taught us the value of money, and how necessary it is to save money for rainy days. We have learnt that it is our moral duty to stand by our employees in oces and factories and domestic help because they are the people who make our life worth living.

The current situation has made us value the organizations who keep working day and night to make our life easy and smooth. We should be thankful to our government and police ocers who are trying to make people follow the rules of social distancing. We should also be grateful to health workers who are putting their lives in danger to save thousands of lives.

Lockdown is giving us many lessons about life. We have learnt to handle diculties with a positive mind, and I hope these lessons remain with us throughout life. There is an end to every nightmare, and this one shall end soon.

স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২১ | Samsung Mobile price 2021

স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২১ | Samsung Mobile price 2021

স্যামসাং লাভারদের আজকের পোস্টে স্বাগতম। আপনারা যারা স্যামসাং ফোন কিনতে চান কিংবা বর্তমানে স্যামসাং মোবাইলের দাম জানতে চান তাদের জন্য তৈরি করা হয়েছে আজকের পোস্ট।


বর্তমান সময়ে মোবাইলের ব্র্যান্ড ভ্যালু, পারফরম্যান্স এবং অধিক সিকিউরিটির জন্য স্যামসাং মোবাইল #১ এ রয়েছে। স্যামসাং মোবাইলের জনপ্রিয়তার অন্যতম কারণ হলো দীর্ঘ সিকিউরিটি আপডেট, যা অন্যান্য যেকোনো ব্র্যান্ডের তুলনায় অনেক বেশি।


আবার স্যামসাং মোবাইল ফোনের ক্যামেরা অনেক উন্নত। স্যামসাং কখোনোই ক্যামেরায় অভিযোগ করার সুযোগ দেয় না। তবে স্যামসাং এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো স্যামসাং তাদের ফোনে নিজস্ব প্রসেসর ব্যবহার করে। যার ফলে মোবাইল ফোনের পারফরম্যান্স আরো বাড়ানো সম্ভব হয়।


যেখানে সাউমি, রেডমি, ওপো -র মতো বড় বড় ব্র্যান্ড তাদের মোবাইল ফোনের প্রসেসর সেকশনে কোয়ালকম কিংবা মিডিয়াটেক এর প্রসেসর ব্যবহার করে। সেখানে স্যামসাং তাদের মোবাইলে নিজস্ব এক্সিনস প্রসেসর ব্যবহার করে। যা স্যামসাং -কে অন্যান্য ব্র্যান্ড থেকে আরো জনপ্রিয় করে।


এসব কারণেই স্যামসাং সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড এবং ধীরে ধীরে এর জনপ্রিয়তা আরো বেড়েই চলেছে। আপনিও যদি এরকমই একজন স্যামসাং লাভার হন এবং স্যামসাং মোবাইলের দাম জানতে চান তবে এই পোস্টটি আপনার জন্যই।


এই পোস্টটিতে প্রথমে আমি স্যামসাং এর সকল মোবাইল ফোনের মডেল সহ এর দাম জানাব। এরপর কিছু জনপ্রিয় মোবাইল ফোনের রিভিউ করব। তাই যারা শুধুমাত্র দাম জানতে চান তারা এখান থেকেই সকল স্যামসাং মোবাইলের দাম জানতে পারবেন। এবং যারা দামের সাথে সাথে এর স্প্যাসিফিকেশনও জানতে চান তারা নিচে বিস্তারিত ভাবে জানতে পারবেন।


স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২১

নিচে সকল স্যামসাং মোবাইল ফোনের দাম তাদের মডেল নম্বরসহ তুলে ধরা হলো।


Model RAM Price
Samsung Galaxy M52 5G 6GB, 8GB ৳32,000
Samsung Galaxy A12 4GB, 6GB ৳15,000
Samsung Galaxy F42 5G 6GB, 8GB ৳25,000
Samsung Galaxy F42 5G 6GB, 8GB ৳25,000
Samsung Galaxy F42 5G 6GB, 8GB ৳25,000
Samsung Galaxy A52s 5G 6GB, 8GB ৳45,000
Samsung Galaxy Wide 5 6GB ৳36,575
Samsung Galaxy M51 8GB ৳33,999
Samsung Galaxy A21 3GB ৳18,500
Samsung Galaxy A21s 3GB, 4GB, 6GB ৳16,999
Samsung Galaxy F62 6GB, 8GB ৳32,000
Samsung Galaxy A52 8GB ৳33,999
Samsung Galaxy A32 6GB, 8GB ৳25,999
Samsung Galaxy A22 6GB ৳21,999
Samsung Galaxy A12 4GB ৳14,999
Samsung Galaxy M12 6GB ৳17,499
Samsung Galaxy A42 5G 6GB, 8GB ৳32,999
Samsung Galaxy M62 8GB ৳34,999
Samsung Galaxy A72 8GB ৳45,999
Samsung Galaxy M42 5G 6GB, 8GB ৳28,000
Samsung Galaxy M32 6GB ৳22,999
Samsung Galaxy F41 6GB ৳19,800
Samsung Galaxy S21 Ultra 12GB, 16GB ৳114,999
Samsung Galaxy S20 8GB, 12GB ৳79,000
Samsung Galaxy S20 Ultra 12GB, 16GB ৳129,999
Samsung Galaxy S20 FE 8GB ৳64,999
Samsung Galaxy M02 2GB, 3GB ৳8,599
Samsung Galaxy M02s 4GB ৳12,499
Samsung Galaxy A31 4GB, 6GB ৳23,999
Samsung Galaxy F02s 3GB, 4GB ৳12,000
Samsung Galaxy A02 3GB ৳10,000
Samsung Galaxy M21s 4GB, 6GB ৳26,000
Samsung Galaxy Z Flip 3 5G 8GB ৳1,09,999
Samsung Galaxy Z Fold 3 5G 12GB ৳1,84,999
Samsung Galaxy J5 1.5GB ৳13,990
Samsung Galaxy J7 (2016) 2GB ৳18,900

এখানে আমি যতগুলো স্যামসাং আছে তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোনোটি বাদ গিয়ে থাকে তবে কমেন্ট করে জানিয়ে দিন। শিগ্রই সেই স্যামসাং ফোনটি এখানে যুক্ত করে দেওয়া হবে। এবং এখানে প্রতিনিয়তই রিলিজ হওয়া নতুন ফোন যুক্ত করা হবে। তাই যারা স্যামসাং এর সকল মোবাইল ফোন এবং এর দাম জানতে চান তারা এই পেজটিকে বুকমার্ক করে রাখুন।


এখন চলুন কিছু জনপ্রিয় স্যামসাং মোবাইলের স্প্যাসিফিকেশন এবং এই ফোন নিয়ে আমার মতামত কেমন তা জেনে নিই।


Samsung Galaxy A20 মোবাইলের দাম

Samsung Galaxy A20

১৫,০০০ টাকার আশ-পাশ যদি আপনার বাজেট হয় তবে আপনার জন্য অন্যতম সেরা একটি মোবাইল হতে পারে Samsung Galaxy A20। এর বর্তমান দাম ১৫,৯৯৯ টাকা। চলুন দেখে নেওয়া যাক Samsung Galaxy A20 এই বাজেটের মধ্যে আমাদের কি কি অফার করছে।


Samsung Galaxy A20 মোবাইলের ডিসপ্লে

Samsung Galaxy A20 এই স্ম্যার্ট ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে ৬.৪" ইঞ্চি-এর HD+ সুপার এমুলেড ডিসপ্লে। অর্থাৎ এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন ৭২০× ১৫৬০ পিকজাল। 


এই স্ক্রিনের পিপিআই ডেনসিটি হলো ২৬৮ পিপিআই। তবে এর স্ক্রিনে কোনো প্রকার প্রোটেকশন নেই। তাই যারাই এই ফোনটি কিনবেন তাদের জন্য স্ক্রিন প্রোটেকশন লাগানোর সাজেশন রইল।


Samsung Galaxy A20 অপারেটিং সিস্টেম

Samsung Galaxy A20 এই স্ম্যার্ট ফোনটি রান করছে one UI যার অপারেটিং সিস্টেম হলো Android 9 অপারেটিং সিস্টেম।


এই স্ম্যার্ট ফোনটিতে Exynos 7884 Octa প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা 14nm এর একটি প্রসেসর। এতে GPU হিসেবে ব্যবহার করা হয়েছে Mali-G71 MP2


Samsung Galaxy A20 ক্যামেরা

এই স্ম্যার্ট ফোনের rare এ dual camera ব্যবহার করা হয়েছে। ১৩ মেগা পিক্সেলের মেইন সুটার ও ৫ মেগা পিক্সেলের সেকেন্ডারি সেন্সর।


এতে ফ্রোন্ট ক্যামেরা হিসেবে ৮ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাবহার করা হয়েছে। এই মোবাইল ফোনে আপনি FHD তে ভিডিও রেকর্ড করতে পারবেন।


এই স্ম্যার্ট ফোনটিতে ৪০০০mAh এর নন-রিমুবেভল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং ব্যাটারিকে চার্জ করার জন্য ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে।


এই স্ম্যার্ট ফোনটি ২টি কালার ভেরিয়েন্টে আমাদের দেশে পাওয়া যায়। আর তা হলোঃ নীল এবং কালো। এই স্ম্যার্ট ফোনটি আপনি ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজে পাবেন, যার মূল্য ১৫,৯৯০ টাকা।

Pros

  • 15W Fast Charging
  • Super AMOLED display
  • Decent front and back camera
  • Fingerprint sensor
  • Decent Processor

Cons

  • No Glass protection
  • Not splash-proof
  • No notification LED
  • Only 3 - 34 GB Variant


Samsung Galaxy M12 মোবাইলের দাম

Samsung Galaxy M12

আপনি যদি আপনার বাজেট ১৫,০০০ টাকা থেকে একটু বাড়াতে পারেন তবে আপনার জন্য সবচেয়ে সেরা ফোন হতে পারে Samsung Galaxy M12 । যার বর্তমান দাম ১৭,৪৯৯ টাকা। চলুন দেখে নেওয়া যাক Samsung Galaxy M12 এই বাজেটের মধ্যে আমাদের কি কি অফার করছে।


Samsung Galaxy M12 মোবাইলের ডিসপ্লে

Samsung Galaxy M12 এই স্ম্যার্ট ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে ৬.৫" ইঞ্চি-এর HD+ IPS LCD ডিসপ্লে। অর্থাৎ এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন ৭২০× ১৬০০ পিকজাল। 


এই স্ক্রিনের পিপিআই ডেনসিটি হলো ২৭০ পিপিআই। এই স্মার্ট ফোনটিতেও কোনো প্রকার স্ক্রিন প্রোটেকশন নেই। তাই যারাই এই ফোনটি কিনবেন তাদের জন্য স্ক্রিন প্রোটেকশন লাগানোর সাজেশন রইল।


Samsung Galaxy M12 অপারেটিং সিস্টেম

Samsung Galaxy M12 এই স্ম্যার্ট ফোনটি রান করছে one UI 3.1 যার অপারেটিং সিস্টেম হলো Android 11 অপারেটিং সিস্টেম।


এই স্ম্যার্ট ফোনটিতে Exynos 850 প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা 8nm এর একটি প্রসেসর। এতে GPU হিসেবে ব্যবহার করা হয়েছে Mali-G52


Samsung Galaxy M12 ক্যামেরা

এই স্ম্যার্ট ফোনের rare এ quad camera ব্যবহার করা হয়েছে। ৪৮ মেগা পিক্সেলের মেইন সুটার ও এর সাথে ৫+২+২ মেগা পিক্সেলের সেকেন্ডারি সেন্সর।


এতে ফ্রোন্ট ক্যামেরা হিসেবে ৮ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাবহার করা হয়েছে। এই মোবাইল ফোনে আপনি FHD তে ভিডিও রেকর্ড করতে পারবেন।


এই স্ম্যার্ট ফোনটিতে ৬০০০mAh এর নন-রিমুবেভল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং ব্যাটারিকে চার্জ করার জন্য ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে।


এই স্ম্যার্ট ফোনটি ৩টি কালার ভেরিয়েন্টে আমাদের দেশে পাওয়া যায়। আর তা হলোঃ Attractive Black, Elegant Blue, Trendy Emerald Green। এই স্ম্যার্ট ফোনটি আপনি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজে পাবেন, যার মূল্য ১৭,৪৯৯ টাকা।

Pros

  • 90Hz refresh rate
  • 6000 mAh Big battery
  • 15W Fast Charging
  • Stylish side-mounted fingerprint sensor
  • Good Processor
  • Quad Camera Setup
  • Latest Launched
  • Android 11

Cons

  • No display protection
  • Full HD+ IPS Display
  • Not Water Resistant


Samsung Galaxy M21 মোবাইলের দাম

Samsung Galaxy M21

আপনি যদি আপনার বাজেট আরো ১০০০ টাকা বাড়াতে পারেন এবং আপনার যদি FHD+ Amoled screen প্রয়োজন হয় তবে আপনার জন্য সবচেয়ে সেরা ফোন হতে পারে Samsung Galaxy M21 । যার বর্তমান দাম ১৮,৯৯৯ টাকা। চলুন দেখে নেওয়া যাক Samsung Galaxy M21 এই বাজেটের মধ্যে আমাদের কি কি অফার করছে।


Samsung Galaxy M21 মোবাইলের ডিসপ্লে

Samsung Galaxy M21 এই স্ম্যার্ট ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে ৬.৪" ইঞ্চি-এর FHD+ Super AMOLED ডিসপ্লে। অর্থাৎ এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন ১০৮০ × ২৩৪০ পিকজাল। 


এই স্ক্রিনের পিপিআই ডেনসিটি হলো ৪০৩ পিপিআই। এই স্মার্ট ফোনটিতে ডিসপ্লে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 3


Samsung Galaxy M21 অপারেটিং সিস্টেম

Samsung Galaxy M21 এই স্ম্যার্ট ফোনটি রান করছে one UI 2 যার অপারেটিং সিস্টেম হলো Android 10 অপারেটিং সিস্টেম।


এই স্ম্যার্ট ফোনটিতে Exynos 9611 প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা 10nm এর একটি প্রসেসর। এতে GPU হিসেবে ব্যবহার করা হয়েছে Mali-G72 MP3


Samsung Galaxy M21 ক্যামেরা

এই স্ম্যার্ট ফোনের rare এ Triple camera ব্যবহার করা হয়েছে। ৪৮ মেগা পিক্সেলের মেইন সুটার এবং এর সাথে ৮ মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড ও ৫ মোগা পিক্সেলের ডেপথ্ সেকেন্ডারি সেন্সর ব্যবহার করা হয়েছে।


এতে ফ্রোন্ট ক্যামেরা হিসেবে ২০ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাবহার করা হয়েছে। এই মোবাইল ফোনে আপনি FHD তে ভিডিও রেকর্ড করতে পারবেন।


এই স্ম্যার্ট ফোনটিতে ৬০০০mAh এর নন-রিমুবেভল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং ব্যাটারিকে চার্জ করার জন্য ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে।


এই স্ম্যার্ট ফোনটি ২টি কালার ভেরিয়েন্টে আমাদের দেশে পাওয়া যায়। আর তা হলোঃ Midnight Blue, Raven Black। এই স্ম্যার্ট ফোনটি আমাদের দেশে ২টি ভেরিয়েন্টে পাবেন ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজে পাবেন। ৬ + ১২৮ এর বর্তমান মূল্য ১৮,৯৯৯ টাকা।

Pros

  • FHD+ Super AMOLED display
  • 6000 mAh Big battery
  • 15W Fast Charging
  • Gorilla Glass 3 protection
  • Decent Performance
  • 20 Megapixel Front Camera

Cons

  • Plastic body
  • No Notification Light
  • Not Water Resistant


এই ছিল স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২১ নিয়ে আমাদের আজকের পোস্ট। যদি আপনি আরো কোনো মাবাইল সম্পর্কে জানতে চান তবে নিচে কমেন্ট করুন। এবং এই পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

ফেসবুক পেজ কি? ফেসবুক পেজ খোলার নিয়ম

ফেসবুক পেজ কি? ফেসবুক পেজ খোলার নিয়ম

ফেসবুকের সবচেয়ে বড় ফিচারগুলোর মধ্যে একটি হলো ফেসবুক পেজ। যত বড় বড় কোম্পানি, সেলিব্রিটি, ব্যবসা প্রতিষ্ঠান ও সংস্থা রয়েছে তারা ফেসবুক পেজ ব্যবহার করে।


আপনি যদি একজন এক্টিভ ফেসবুক ইউজার হয়ে থাকেন তবে দেখবেন সকল সেলিব্রিটি ও জনপ্রিয় ব্যক্তি ফেসবুক পেজ ব্যবহার করে থাকেন এবং তারা তাদের সকল কন্টেন্ট ফেসবুক পেজে পোস্ট করেন। আবার কোনো কোম্পানি যেমন কোকা কোলা, তারা তাদের প্রোডাক্টের প্রমোশন ফেসবুক পেজে করে থাকেন।


এখন আপনিও যদি জানতে চান কিভাবে প্রোফেশনাল ফেসবুক খোলা যায় তবে এই পোস্টটি আপনার জন্যই। এই পোস্টটিতে আজ আমি আপনাদের আরো জানাব ফেসবুক পেজ কি, কেন ফেসবুক পেজ খোলবেন, ফেসবুক পেজ খোলতে কি কি লাগে, ফেসবুক পেজ খোলার নিয়ম, ফেসবুক পেজ থেকে টাকা কামানোর উপায়


যদি আপনি ফেসবুক পেজ খোলার সহজ উপায় জানতে চান তবে পোস্টটি সম্পূর্ণ পড়ুন এবং পোস্টটি পড়ে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক।


ফেসবুক পেজ কি? (What is Facebook Page)

ফেসবুক পেজ হলো ফেসবুকের সেই জায়গা যেখানে বিভিন্ন আর্টিস্ট, কোম্পানি, সংস্থা কিংবা কোনো পাবলিক ফিগার তাদের ভক্ত বা কাস্টমারদের সাথে যুক্ত হতে পারে।


ফেসবুক একাউন্টে আমরা যেমন একজন আরেকজনকে ফেসন্ড এড করি এবং আমাদের দ্বারা পাবলিশ করা সকল পোস্ট তার নিউজ ফিডে চলে যায়। ফেসবুক পেজে কিন্তু বিষয়টা একটু আলাদা।


ফেসবুক প্রোফাইলের সাহায্যে পোস্ট করলে তা আপনার বন্ধুর নিউজ ফিডে পৌছাবে, ফেন্ড লিস্টের বাইরে কারো কাছে পৌঁছাবে না। কিন্তু ফেসবুক পেজ থেকে পোস্ট করলে তা ফেসবুকের সকল ব্যবহারকারীর কাছেই পৌঁছাতে পারবে।


ফেসবুক পেজকে অনেকটা ফেসবুক পাবলিক প্রোফাইল বলা যায়। যেখানে পাবলিশ করা পোস্ট কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে না গিয়ে সকল অডিয়েন্সের কাছে পৌছাবে।


মূলত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সেলিব্রিটি ও সংস্থাগুলো তাদের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করার পরিবর্তে ফেসবুক পেজ ব্যবহার করে থাকে। যাতে করে তারা সকল অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে। তাই অনেক সময় ফেসবুক পেজকে ফেসবুক ফ্যান পেজও বলা হয়।


ফেসবুক আইডিতে যেমন বন্ধু এড করা যায়, ফেসবুক পেজে কিন্তু এমন করা যায়না। ফেসবুক পেজকে লাইক বা ফলো করা যায়। মজার ব্যাপার হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্টে আপনি একটি নির্দিষ্ট সংখ্যা পর্যন্তই ফ্রেন্ড বা বন্ধু এড করতে পারবেন। অন্যদিকে ফেসবুক পেজ এর ক্ষেত্রে লাইক বা ফলো এর কোনো নির্দিষ্ট সীমা নেই। আপনার পেজ এ যত আচ্ছা তত লোক লাইক বা ফলো করতে পারবে।


আশা করি বুঝতে পেরেছেন ফেসবুক পেজ কি। এখন চলুন জানা যাক ফেসবুক পেজ খোলার কারণ কি? কেন আপনি ফেসবুক পেজ খুলবেন?


ফেসবুজ পেজ কেন খোলা হয়?

যত বড় বড় সেলিব্রিটি আছে তারা ফেসবুক প্রোফাইলের পরিবর্তে ফেসবুক পেজ ব্যবহার করে। এর পেছনে অবশ্যই কোনো কারণ রয়েছে। চলুন এই কারণগুলো জেনে নেওয়া যাক।


কেন ফেসবুক পেজ ব্যবহার করবঃ

  • ফেসবুক পেজ ব্যবহার করার সবথেকে বড় কারণটি হলো ফেসবুক প্রোফাইলে বন্ধু এড করার নির্দিষ্ট সীমা রয়েছে। আপনার ফেসবুক প্রোফাইলে ৫০০০ বন্ধু যুক্ত হলে আপনি আর নতুন কাউকে যুক্ত করতে পারবেন না।

    কিন্তু ফেসবুক পেজ এর ক্ষেত্রে লাইক বা ফলো করার কোনো সীমা নেই। আপনি আপনার পেজ এর সাথে যত ইচ্ছা তত লোককে যুক্ত করতে পারবেন।

  • আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যা যা পাবলিশ করবেন তা শুধুমাত্র আপনার ফেন্ড লিস্টে যুক্ত থাকা ব্যক্তিরাই দেখতে পাবে। এতে করে আপনার সাথে নতুন কোনো ব্যক্তির যুক্ত হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে।

    তাই সকল কোম্পানি এবং যারা ব্যবসা করে তারা যেন সহজে নতুন কাস্টোমার পেতে পারে সেই জন্য তারা ফেসবুক পেজ ব্যবহার করে। কারণ ফেসবুক পেজে পাবলাশ করা পোস্টগুলো ফেসবুকের সকল ব্যবহারকারীর কাছে পৌঁছায়।

    আবার আপনি চাইলে ফেসবুক বুস্ট ব্যবহার করে এডভারটাইজমেন্ট চালিয়ে আরো বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন।

  • ফেসবুক পেজ ব্যবহার করলে আপনার ফলোয়ার খুব সহজেই "Event" ট্যাবের সাহায্যে আপনার upcoming event সম্পর্কে জানতে পারবে, যা সাধারণ ফেসবুক আইডি দিয়ে সম্ভব না।

এই সকল কারণেই সেলিব্রিটি ও ব্যবসায়ীরা ফেসবুক প্রোফাইলের বদলে ফেসবুক পেজ ব্যবহার করেন। আপনিও যদি ফেসবুক পেজ খোলতে চান তবে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। কিন্তু ফেসবুক পেজ খোলার আগে জেনে নিন পেজ খোলতে কি কি লাগবে।


ফেসবুক পেজ খুলতে কি কি লাগে?

ফেসবুক পেজ খোলতে হলে সর্বপ্রথম আপনার কাছে একটি ফেসবুক একাউন্ট থাকা লাগবে। যদি আপনার কাছে ফেসবুক একাউন্ট না থাকে তবে জেনে নিন কিভাবে ফেসবুক একাউন্ট খোলতে হয়


আপনার ফেসবুক একাউন্ট খোলা হয়ে গেলে আপনি ফেসবুক পেজ খুব সহজেই খোলতে পারবেন। এর জন্য আপনার কাছে একটি মোবাইল কিংবা কম্পিউটার থাকতে হবে। এবং আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে।


এই কয়টা জিনিস থাকলেই আপনি ফেসবুক পেজ খোলতে পারবেন। এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি ফেসবুক পেজ তৈরি করবেন।


ফেসবুক পেজ খোলার নিয়ম

আপনারা ফেসবুক পেজ তৈরী করা যতটা কঠিন মনে করেন আসলে কিন্তু কাজটা তেমন একটা কঠিন কাজ নয়। যেকেউ খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই ফেসবুক পেজ খুলতে পারে। চলুন জেনে নিই, ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়।


কম্পিউটারে ফেসবুক পেজ খোলার নিয়ম

  • ফেসবুক এ প্রবেশ করুন
  • আপনার ফেসবুক একাউন্ট এ সাইন ইন করা না থাকলে সাইন ইন করুন
  • এরপর বাম পাশের মেন্যু থেকে Pages এ ক্লিক করুন
  • Create New Page বাটনে ক্লিক করুন
  • এরপর এমন একটি পেজ দেখতে পাবেন

  • পেজ যে নামে খুলবেন সেটি Page name লেখা বক্সে লিখুন
  • Category বক্সে আপনার পেজ কী নিয়ে তা লিখে একটি ক্যাটাগরি সেট করুন
  • এরপর Description বক্সে পেজ সম্পর্কে কিছু লেখা চাইলেই যোগ করতে পারেন
  • Create Page বাটন চাপুন


উপরে দেখানল প্রতিটি স্টেপ সঠিকভাবে অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজ খোলতে পারবেন। 


কম্পিউটারের পাশাপাশি মোবাইলেও ফেসবুক পেজ খোলা যায়। মোবাইল থেকে ফেসবুক অ্যাপ এর মাধ্যমে কিভাবে ফেসবুক পেজ খোলা যায় এখন আমরা সেটা জানব।


মোবাইলে ফেসবুক পেজ খোলার নিয়ম

  • ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
  • ডানদিকে থাকা সর্বশেষ সেকশন অর্থাৎ হ্যামবার্গার আইকনযুক্ত মেন্যুতে প্রবেশ করুন
  • Pages অপশনটি খুঁজে বের করে প্রবেশ করুন
  • Create চাপুন
  • Get Started চাপুন
  • যে নামে পেজ খুলতে চান, সেটি Page Name বক্সে লিখুন ও Next চাপুন
  • পেজ এর ধরন অনুযায়ী একটি ক্যাটাগরি সিলেক্ট করে Next চাপুন
  • এরপর আপনি যদি কোনো ব্যবসার পেজ খুলেন, সেক্ষেত্রে ঠিকানা যোগ করুন ও Next চাপুন
  • ঠিকানা না থাকলে বা যোগ করতে চাইলে Skip চাপুন
  • এরপর আপনার ফেসবুক পেজের জন্য একটি প্রোফাইল পিকচার ও কভার ফটো চাওয়া হবে। কভার ফটো ও প্রোফাইল পিকচার সিলেক্ট করে Done চাপুন

উপরে উল্লিখিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার কাঙ্ক্ষিত ফেসবুক পেজ খুলে যাবে।


এখন চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক ফেসবুক পেজ থেকে টাকা কামানোর সহজ উপায় কি।


ফেসবুক পেজ থেকে টাকা কামানোর উপায়

আপনার কাছে যদি ফেসবুক পেজ থাকে এবং সেখানে যথেষ্ট পরিমাণ অডিয়েন্স থাকে তবে আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজ ব্যবহার করে সেখান থেকে আয় করতে পারবেন। তবে ফেসবুক পেজ থেকে আয় করতে হলে অবশ্যই আপনার পেজে ভালো কন্টেন্ট পাবলিশ করতে হবে। তাহলে চলুন দেখা যাক কিভাবে আপনি ফেসবুক পেজ তৈরি করে টাকা আয় করতে পারবেন


ফেসবুক পেজ থেকে আয় করার উপায়ঃ

  • পেজ মনিটাইজঃ ফেসবুক পেজ থেকে আয় করার সবথেকে সহজ উপায় হলো আপনার ফেসবুক পেজকে মনিটাইজ প্রোগ্রামে যুক্ত করা।

    তবে ফেসবুক পেজ মনিটাইজ করে আয় করতে হলে অবশ্যই আপনাকে কনটেন্ট তৈরি করতে হবে। ভিডিও আপলোড করে আপনি ইউটিউবের মত ফেসবুক থেকেও আয় করতে পারবেন।

  • অ্যাফিলিয়েট মার্কেটিংঃ বর্তমানে ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়ার ফলে সকল কোম্পানি অনলাইন সেবা চালু করেছে। এবং যাতে তাদের প্রোডাক্ট বেশি বিক্রি হয় সেজন্য তারা অ্যাফিলিয়েট মার্কেটিং চালু করেছে।

    আপনি চাইলে তাদের প্রোডাক্ট আপনার পেজ এ অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে প্রোমোট করতে পারবেন। এতে করে যা সেল হবে তার কিছু অংশ আপনি পাবেন।

  • ব্লগিংঃ আপনার কাছে যদি ওয়েবসাইট থাকে তবে আপনি ফেসবুক পেজ থেকে ব্লগে ট্রাফিক নিয়ে আপনি আয় করতে পারবেন।

  • স্পন্সর পোস্টঃ আপনার ফেসবুক পেজ এ যদি ফলোআর এর সংখ্যা বেশি হয় তবে আপনার কাছে বিভিন্ন কোম্পানি স্পন্সর সিপ নিয়ে আসবে। আপনি একটি স্পন্সর পোস্টের জন্য $১০০ থেকে শুরু করে $৫০০০ পর্যন্ত আয় করতে পারবেন।


ফেসবুক পেজ নিয়ে প্রশ্ন-উত্তর

প্রশ্ন-১ঃ ফেসবুক পেজ কেন তৈরি করব?

উত্তরঃ যাতে আপনি আপনার অডিয়েন্সের কাছে সহজে পৌঁছাতে পারেন এবং আপনার সার্ভিস আপনার কাস্টোমারের কাছে বিক্রি করতে পারেন সেজন্য ফেসবুক পেজ তৈরি করা হয়।


প্রশ্ন-২ঃ ফেসবুক পেজ তৈরি করা কি ফ্রি?

উত্তরঃ হ্যাঁ। আপনি বিনা মূল্যে ফেসবুক পেজ তৈরি করতে পারবেন।


প্রশ্ন-৩ঃ ফেসবুক পেজ তৈরি করতে কি কি লাগবে?

উত্তরঃ ফেসবুক পেজ তৈরি করতে আপনার একটি ফেসবুক একাউন্ট থাকতে হবে, একটি মোবাইল কিংবা কম্পিউটার থাকতে হবে এবং ইন্টারনেট কানেকশন লাগবে।


প্রশ্ন-৪ঃ আমি কি ফেসবুক থেকে আয় করতে পারব?

উত্তরঃ হ্যাঁ। আপনার কাছে যদি যথেষ্ট অডিয়েন্স থাকে তবে আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজ থেকে আয় করতে পারবেন। ফেসবুক পেজ থেকে আয় করার উপায় এই পোস্টে আলোচনা করা হয়েছে।


শেষ কথা

আপনার কাছে যদি কোনো ব্যবসা থাকে অথবা আপনি যদি লোকদের কাছে জনপ্রিয় হন কিংবা হতে চান তবে অবশ্যই আপনার কাছে একটি ফেসবুক পেজ থাকা উচিৎ। আপনি উপরে দেখানে স্টেপগুলো অনুসরণ করে খুব সহজেই আপনার জন্য একটি প্রোফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারবেন।


এখনো যদি ফেসবুক পেজ খোলার নিয়ম কিংবা ফেসবুক পেজ সম্পর্কে আপনার যেকোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন নিচের কমেন্ট সেকশনে। আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।

ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ২০২১ | How to create Facebook account in Bangla

ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ২০২১ | How to create Facebook account in Bangla

How to create Facebook account in Bangla : বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। প্রায় সকল বয়সের, সকল শ্রেণীর মানুষের কাছেই এখন ফেসবুক একাউন্ট রয়েছে। কিন্তু সকলে জানেন না কিভাবে ফেসবুক একাউন্ট খোলতে হয়


অনেকে তার বড় ভাইকে দিয়ে ফেসবুক একাউন্ট খোলেন, অনেকে তার বন্ধুকে দিয়ে আবার অনেকে তার সহপাঠীর সাহায্যে নিজের ফেসবুক একাউন্ট খোলেন। এর কারণ হলো তারা জানেন না কিভাবে ফেসবুক একাউন্ট খোলতে হয়। আর আপনাদের এই সমস্যার সমাধানের জন্যই আজ আমি আপনাদের সাথে ফেসবুক একাউন্ট খোলার সবচেয়ে সহজ নিয়ম শেয়ার করব।


অনেকে মোবাইল ফোন ব্যবহার করেন, আবার অনেকে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন। ফলে তারা ফেসবুক একাউন্টও তাদের মোবাইল কিংবা কম্পিউটারের সাহায্যেই ওপেন করেন।


কিন্ত মোবাইল আর কম্পিউটারে ফেসবুক একাউন্ট খোলার নিয়ম একটু আলাদা। তাই আজ আমি আপনাদের সাথে মোবাইল এবং কম্পিউটার, উভয়ের সাহায্যেই ফেসবুক একাউন্ট কিভাবে খোলতে হয় সেই উপায় শেয়ার করব।


কিন্তু সর্বপ্রথম আমরা ফেসবুক সম্পর্কে কিছু বেসিক তথ্য জানব। এরপর ফেসবুক একাউন্ট খোলার নিয়ম জানব।


ফেসবুক কি

ফেসবুক হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার সাহায্যে আপনি খুব সহজে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের লোকদের সাথে যোগাযোগ করতে পারবেন।


ফেইসবুক (ইংরেজি: Facebook) অথবা ফেসবুক (সংক্ষেপে ফেবু নামেও পরিচিত) বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট। যা আমাদের মধ্যে বৈশিক দূরত্ব দূর করার সবচেয়ে সহজ ও কার্যকর উপায়।


আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, ফেসবুকের সাহায্যে আমরা আমাদের প্রিয়জনের সাথে যোগাযোগ করতে, ছবি ও ভিডিও শেয়ার এবং নিজের দৈনন্দিন জীবনের তথ্য শেয়ার করতে পারব।


মূলত অনলাইনে পরিবার ও বন্ধুদের সাথে সংযোগ স্থাপনে এবং বিভিন্ন মুহূর্ত শেয়ার করতে ব্যাপক হারে ব্যবহার করা হয় ফেসবুক। স্ট্যাটিসটা -র এক পরিসংখ্যান অনুসারে বর্তমানে বিশ্বজুড়ে ২.৮৯ বিলিয়ন মাসিক ফেসবুক ব্যবহারকারী রয়েছে।


এবং ব্যাকলিংকো -র এক পরিসংখ্যান অনুসারে ফেসবুকের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ২.৭০১ বিলিয়ন। এবং এদের মধ্যে ১.৭৮৫ বিলিয়ন ব্যবহারকারী দৈনিক একবার হলেও ফেসবুক এ প্রবেশ করে থাকেন।


ফেসবুক কত সালে প্রতিষ্ঠা করা হয়

৪ ফেব্রুয়ারি ২০০৪ সালে মূলত ফেসবুক নামের সোসাইল মিডিয়াটি প্রতিষ্ঠিত হয়।


মার্ক জাকারবার্গ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ২য় বর্ষ চলাকালীন সময়ে, ২৮ অক্টোবর ২০০৩ সালে তৈরি করেন ফেসবুকের পূর্বসূরি সাইট ফেসম্যাস


এতে তিনি হার্ভার্ডের ৯ টি হাউস এর শিক্ষার্থীদের ছবি ব্যবহার করেন। তিনি দুইটি করে ছবি পাশাপাশি দেখান এবং হার্ভার্ডের সব শিক্ষার্থীদের ভোট দিতে বলেন। কোন ছবিটি হট আর কোনটি হট নয়। 'হট অর নট'।

এজন্য মার্ক জাকারবার্গ হার্ভার্ডের সংরক্ষিত তথ্য কেন্দ্রে অনুপ্রবেশ বা হ্যাক করেন। ফেসম্যাস সাইট এ মাত্র ৪ ঘণ্টায় ৪৫০ ভিজিটর ২২০০০ ছবিতে অনলাইনের মাধ্যমে ভোট দেন।


ফেসম্যাস হতে অনুপ্রাণিত হয়ে ২০০৪ এর জানুয়ারিতে মার্ক তার নতুন সাইট এর কোড লেখা শুরু করেন এবং ফেব্রুয়ারিতে হার্ভার্ডের ডরমিটরিতে দ্যফেসবুক.কম এর উদ্বোধন করেন। পরবর্তীতে ২০০৫ সালে "দ্য ফেসবুক.কম (TheFacebook.con)" নাম বদলিয়ে এর নাম শুধু "ফেসবুক (Facebook.com)" রাখা হয়।


ফেসবুক কেন প্রতিষ্ঠা করা হয়

প্রথমত ফেসবুক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল যাতে করে হার্বার্ডের শিক্ষার্থীরা একে অপরকে অনলাইনে ভোট দিতে পারে। তখন শুধুমাত্র হার্বার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই ফেসবুকে প্রবেশ করতে পারত।


কিন্তু এর জনপ্রিয়তা যখন বাড়তে থাকে তখন এটা সর্বসাধারণের জন্য খোলে দেওয়া হয়। এবং এরই সাথে সাথে ফেসবুকে নতুন নতুন ফিচার যুক্ত করা হয়।


শুরুতে এটিতে শুধু মাত্র ছবি শেয়ার করা যেত। কিন্তু ধীরে ধীরে ফেসবুকে ছবি, টেক্সট, ভিডিও ইত্যাদি শেয়ার করার অপশন যুক্ত করা হয়। ফেসবুকের প্রধান লক্ষ্য ছিল মানুষ যাতে দূরে বসেও একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্ত অনলাইনে শেয়ার করতে পারে।


এমনটাই আমরা দেখতে পাই বর্তমানের ফেসবুকে। এখন আমরা খুব সহজেই আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত অনলাইনে শেয়ার করতে পারি। অনলাইনে শেয়ার করা অন্যের পোস্টে লাইক, শেয়ার ও কমেন্ট করতে পারি। যা আমাদের মধ্যে দূরত্ব কমাতে অনেক সাহায্য করছে।


ফেসবুকের প্রধান প্রধান ফিচার

ফেসবুক হলো জনপ্রিয় সোসাইল মিডিয়ার মধ্যে একটি। এর সাহায্যে আমরা খুব সহজেই একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি। এরই সাথে সাথে ফেসবুক বর্তমানে নতুন ব্যবসায়ীদের জন্যও একটি উত্তম প্ল্যাটফর্ম। ফেসবুকে অনেক বেশি ব্যবহারকারী থাকার ফলে, ব্যবসায়ীরা খুব সহজেই তাদের গ্রাহক পেতে পারেন।


ফেসবুকের এমন এমন সব ফিচার রয়েছে যা আপনাকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। একারণেই দিনে দিনে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন আমরা ফেসবুকের কিছু মূখ্য ফিচার সম্পর্কে জানবঃ

  • নিউজ ফিডঃ ফেসবুক অপেন করলে আপনার সামনে আসা সর্বপ্রথম পেজই হলো নিউজ ফিড। যাকে অনেকে ফেসবুক হোম পেজ নামেও জানেন।

    মূলত আপনি যে পেজ লাইক করবেন, যেই গ্রুপে যুক্ত হবেন এবং যাদের ফ্রেন্ড বানাবেন তাদের দ্বারা তৈরি করা সকল পোস্ট এই নিউজ ফিডে দেখতে পাবেন। প্রত্যেক ফেসবুক ব্যবহারকারী তার অধিকাংশ সময় এই নিউজ ফিড স্ক্রল করেই পার করেন।

  • ফ্রেন্ডঃ ফেসবুকের সবচেয়ে বড় ফিচারগুলোর মধ্যে একটি হলো ফ্রেন্ড বানানো। ফেসবুকে একজন ইউজার অন্যজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন।

    এবং সে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করে তবে আপনার ফ্রেন্ড লিস্টে চলে আসবে। এরপর থেকে তার পাবলিশ করা সকল পোস্ট আপনার নিউজ ফিডে এবং আপনার লেখা পোস্টগুলো তার নিউজ ফিডে আসতে শুরু করবে।

  • টাইমলাইনঃ এটি হলো ফেসবুক পেজ ও ব্যবহারকারীর দ্বারা পাবলিশ করা সকল পোস্টের আর্কাইভ। মূলত সকল পোস্ট টাইমলাইনে তারিখ অনুসারে সাজানো থাকে।

  • লাইক / ডিসলাইকঃ ফেসবুকের প্রধান ফিচারগুলোর মধ্যে একটি হলো লাইক/ডিসলাইক। ফেসবুকে যেকোনো ইউজার দ্বারা পাবলিশ করা পোস্ট যদি আপনার পছন্দ হয় তবে আপনি লাইক করতে পারবেন। এবং যদি পছন্দ না হয় তবে তা ডিসলাইক করার অপশনও পেয়ে যাবেন ফেসবুকে।

  • রিয়েকশনঃ ফেসবুকে আমরা বিভিন্ন রকম পোস্ট দেখি। কোনো পোস্ট দেখে আমাদের অনেক খুশি হয়, কোনোটায় অনেক রাগ হয় আবার কোনোটা আমাদের কাদিয়ে দেয়। কোন পোস্ট দেখে আমাদের কেমন অনুভূতি হচ্ছে তা যেন আমরা বলতে পারি সেজন্য ফেসবুক আমাদের রিয়েকশন নামে একটি ফিচার দিয়েছে।

  • কমেন্টঃ কোনো পোস্ট আমাদের কেমন লাগছে, সেই পোস্ট সম্পর্কে আমাদের মতামত কি তা আমরা জানাতে পারব কমেন্ট সেকশনে।

  • গ্রুপঃ কোনো একটি নির্দিষ্ট বিষয়ে যাতে ফেসবুক ব্যবহারকারী তথ্য আদান প্রদান করতে পারে এবং নিজের মতামত শেয়ার করতে পারে সেজন্য ফেসবুকে গ্রুপ তৈরি করা যায়।

  • স্টোরিঃ স্টোরি হচ্ছে ব্যবহারকারীদের দ্বারা পোস্টকৃত ছবি বা শর্ট ভিডিও যা ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যায়।


এই ছিল ফেসবুক নিয়ে কিছু বেসিক ধারণা। যা একজন ফেসবুক ব্যবহারকারীর জানা দরকার। এখন চলুন ফেসবুক একাউন্ট খোলার উপায় সম্পর্কে জানা যাক। তবে সবার আগে জানব ফেসবুক একাউন্ট খোলতে কি কি লাগে।


ফেসবুক একাউন্ট খোলতে কি কি লাগে

ফেসবুক একাউন্ট খোলতে না পারার সবচেয়ে বড় কারণ হলো অনেকে এটাই জানেন না, ফেসবুক একাউন্ট খোলতে তাদের কি কি লাগবে। যদি আপনিও না জেনে থাকেন তবে আপনার চিন্তা করার দরকার নেই। এখন আমরা জানব ফেসবুক একাউন্ট খোলতে কি কি লাগবে


একটি নতুন ফেসবুক একাউন্ট খোলতে যা লাগেঃ

  1. একটি মোবাইল ফোন বা কম্পিউটার
  2. ইন্টারনেট কানেকশন
  3. এক্টিভ মোবাইল নম্বর / ইমেইল এড্রেস
  4. বয়স ১৩ বছর কিংবা তার বেশি


এতক্ষণ আমরা জানলাম ফেসবুক একাউন্ট খোলতে কি কি লাগে। এখন আমরা ফেসবুক একাউন্ট খোলার উপায় জানব। সর্বপ্রথম আমরা দেখব কিভাবে মোবাইল ফোনের সাহায্যে ফেসবুক একাউন্ট খোলতে হয়


আরো জানুনঃ কিভাবে ফেসবুক প্রোফাইলে ফলো বাটন যুক্ত করতে হয়


কিভাবে মোবাইল ফোন দিয়ে ফেসবুক একাউন্ট খোলব

মোবাইল ফোন দিয়ে ফেসবুক একাউন্ট খোলা খুবই সহজ। আপনি ফেসবুক অ্যাপ কিংবা ব্রাউজারে ফেসবুক.কম ওপেন করে খুব সহজে ফেসবুক একাউন্ট খোলতে পারবেন।


মোবাইল দিয়ে ফেসবুক একাউন্ট খোলার নিয়মঃ

  1. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন বা ব্রাউজার থেকে Facebook.com এ প্রবেশ করুন

    ফেসবুক একাউন্ট খোলার নিয়ম

  2. "Create New Facebook Account" বাটনে চাপ দিন

  3. এরপর Next এ ক্লিক করুন

    ফেসবুক একাউন্ট খোলার নিয়ম
  4. এরপর আপনার নামের প্রথম অংশ First Name বক্সে ও শেষের অংশ Surname বক্সে লিখুন। Next এ চাপুন।

    ফেসবুক একাউন্ট খোলার নিয়ম

  5. এবার আপনি আপনার জন্ম তারিখ দিন। আবার Next এ ক্লিক করুন।

    ফেসবুক একাউন্ট খোলার নিয়ম

  6. নতুন পেজ আসবে। সেখানে আপনাকে আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে। লিঙ্গ সিলেক্ট করে Next এ চাপুন।

    ফেসবুক একাউন্ট খোলার উপায়

  7. এখানে আপনার মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বরের বদলে আপনি ইমেইল এড্রেসও ব্যবহার করতে পারবেন।

    (ইমেইল এড্রেস দিয়ে একাউন্ট খোলতে হলে এই পেজের নিচে "Sign Up with Email Address" নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে আেনার ইমেইল এডেস দিন) এবং Next এ চাপুন।

    ফেসবুক একাউন্ট খোলার উপায়

  8. এবার আপনি আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড দেন। (টিপস্ঃ পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, বিশেষ ক্যারেক্টার যুক্ত করুন)

    ফেসবুক একাউন্ট খোলার উপায়

  9. এবার আপনি যদি ইমেইল না দিয়ে থাকেন তবে ইমেইল দিতে বলবে। আপনি ইমেইল দিয়ে Next এ ক্লিক করুন। আর ইমেইল না দিতে চাইলে Skip চাপুন।

    ফেসবুক একাউন্ট খোলার উপায়

  10. এবার ফেসবুকের Policy page এ নিয়ে যাবে। ইচ্ছে করলে পড়তে পারেন। না চাইলে Sign Up কিংবা Sign Up Without Uploading my Contacts বাটনে ক্লিক করুন।

  11. এবার একাউন্ট কনফার্মেশনর জন্য ইমেইল চাইবে। না দিতে চাইলে Confirm with code instead এ ক্লিক করুন।

    ফেসবুক একাউন্ট খোলার উপায়

  12. আপনার মোবাইলে একটি Confirmation code আসবে। সেটা টাইপ করে "Confirm" বাটনে ক্লিক করুন।

  13. এরপর ফেসবুক থেকেই আপনার আশেপাশের কিছু মানুষকে ফ্রেন্ড হিসেবে এড করতে বলা হবে। প্রদর্শিত কাউকে এড করতে না চাইলে Skip চাপতে পারেন

  14. এরপর প্রোফাইল পিকচার আপলোড করতে বলা হবে, যা চাইলে তৎক্ষণাৎ বা পরেও করতে পারবেন

  15. আপনার ফেসবুক একাউন্ট তৈরি হয়ে যাবে। আপনি ফেসবুকের নিউজ ফিডে পৌছে যাবেন।


এভাবে আপনি খুব সহজেই মোবাইল ফোনের সাহায্যে আপনার ফেসবুক একাউন্ট খোলতে পারবেন।


কিন্তু আপনি যদি একজন কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারী হন তবে আপনি এ পদ্ধতিতে ফেসবুক একাউন্ট খোলতে পারবেন না। কম্পিউটারে ফেসবুক একাউন্ট খোলার নিয়ম একটু আলাদা। কিন্তু আপনার চিন্তা করার প্রয়োজন নেই। এখন আমি আপনাদের জানাব কিভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুক একাউন্ট খোলতে পারবেন


কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুক একাউন্ট খোলতে হয়

কম্পিউটার থেকে ফেসবুক একাউন্ট খোলার নিয়ম অনেকটা মোবাইল থেকে ফেসবুক আইডি খোলার মতোই। তবে এর ইন্টারফেস অব্যরকম।


কম্পিউটার থেকে ফেসবুক একাউন্ট খোলার নিয়মঃ

  • ব্রাউজার থেকে Facebook.com এ প্রবেশ করুন
  • Create New Account লেখায় ক্লিক করুন
  • কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুক একাউন্ট খোলার উপায়


    নতুন ফেসবুক আইডি খোলার ফরম

    • ফেসবুক একাউন্ট কি নামে খুলতে চান সেটি লিখুন
    • ফোন নাম্বার বা ইমেইল এড্রেস লিখুন
    • নতুন পাসওয়ার্ড দিন
    • জন্মতারিখ সিলেক্ট করুন
    • লিঙ্গ সিলেক্ট করুন
    • Sign Up এ ক্লিক করুন
    • এরপর ইমেইল বা মেসেজে পাওয়া কোড প্রদান করলেই আপনার ফেসবুক একাউন্ট খুলে যাবে


    ফেসবুক একাউন্ট খোলা নিয়ে প্রশ্ন-উত্তর

    প্রশ্ন-১ঃ ফেসবুক একাউন্ট খোলার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে?

    উত্তরঃ ফেসবুক একাউন্ট খোলতে আপনার বয়স কম পক্ষে ১৩ বছর কিংবা তার অধিক হতে হবে। ১৩ বছরের কম বয়সের বাঁচ্চারা ফেসবুক একাউন্ট খোলতে পারবে না।


    প্রশ্ন-২ঃ আমি কি ২টি ফেসবুক একাউন্ট ব্যবহার করতে পারব?

    উত্তরঃ হ্যাঁ, আপনি একসাথে ২টি ফেসবুক একাউন্ট ব্যবহার করতে পারবেন। যদিও ফেসবুক কোম্পানি এটা একদমই পছন্দ করে না।


    তবু আপনি খুব সহজেই একসাথে ২টি ফেসবুক একাউন্ট ব্যবহার করতে পারবেন। এবং যে পর্যন্ত আপনি কোনো খারাপ কাজ না করেন সে পর্যন্ত আপনার একাউন্ট বন্ধ হওয়ারও কোনো ভয় নেই।


    প্রশ্ন-৩ঃ আমি কি একটি মোবাইল নম্বর দিয়ে একাধিক ফেসবুক একাউন্ট খোলতে পারব?

    উত্তরঃ না। আপনি একটি মোবাইল নম্বর দিয়ে একাধিক ফেসবুক একাউন্ট খোলতে পারবেন না।


    প্রশ্ন-৪ঃ মোবাইল নম্বর ছাড়াই কি আমি ফেসবুক একাউন্ট খোলতে পারব?

    উত্তরঃ হ্যাঁ। আপনি যদি মোবাইল নম্বর ব্যবহার করতে না চান, তবে আপনি ইমেইল এড্রেস ব্যবহার করে ফেসবুক একাউন্ট খোলতে পারবেন।


    প্রশ্ন-৫ঃ একটি ইমেইল এড্রেস দিয়ে একাধিক ফেসবুক একাউন্ট খোলা সম্ভব?

    উত্তরঃ না, একটি ইমেইল এড্রেস দিয়ে আপনি একটি ফেসবুক একাউন্টই খোলতে পারবেন।


    প্রশ্ন-৬ঃ কেন ফেসবুক একাউন্ট খোলার সর্বনিম্ন বয়স ১৩ বছর?

    উত্তরঃ Children’s Online Privacy Protection Act (COPPA) {১৯৯৮ সালে} এর আইন অনুসারে ফেসবুক একাউন্ট খোলার সর্বনিম্ন বয়স ১৩ রাখা হয়েছে। কারণ রিসার্চার -রা মনে করেন ১৩ বছরের নিম্নের বাঁচ্চারা সোসাইল মিডিয়া হেন্ডেল করতে সক্ষম নয়।


    প্রশ্ন-৭ঃ ফেসবুক একাউন্ট খোলতে কি কি লাগে?

    উত্তরঃ ফেসবুক একাউন্ট খোলতে আপনার কাছে একটি মোবাইল ফোন কিংবা কম্পিউটার থাকতে হবে। কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এবং একটি এক্টিভ ফোন নম্বর কিংবা ইমেইল এড্রেস লাগবে।


    প্রশ্ন-৮ঃ ফেসবুক বায়ো (Facebook Bio) কি?

    উত্তরঃ ফেসবুক বায়ো হলো আপনার প্রোফাইলের একটি অংশ, যেখানে সংক্ষেপে আপনার বিষয়ে লেখা থাকে। এবং যখনই কোনো ইউজার আপনার প্রোফাইল দেখবে তারা বায়োর মাধ্যমে আপনার সম্পর্কে জানতে পারবে।


    শেষ কথা

    কিভাবে আপনি ফেসবুক একাউন্ট খোলতে পারেন তার সবচেয়ে সহজ উপয় স্ক্রিনসট সহ উপরে দেখানো হয়েছে। যাতে আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটারের সাহায্যে ফেসবুক একাউন্ট খোলতে পারেন।


    আশাকরি উপরের সবগুলো ধাপ মনোযোগ দিয়ে অনুসরণ করলে ফেসবুক একাউন্ট খুলতে আপনার আর কোনো ধরনের সমস্যা হবে না। তারপরেও কারো কোন সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা আপনার সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

    ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২১ | বিকাশ একাউন্ট খুললেই ১২৫ টাকা বোনাস

    ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২১ | বিকাশ একাউন্ট খুললেই ১২৫ টাকা বোনাস

    বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে যেমন বেড়েছে অনলাইন শপিং করার প্রবণতা, ঠিক তেমনি বেড়েছে অনলাইন পেমেন্ট সার্ভিসের প্রয়োজনীয়তা।

    কিভাবে বিকাশ একাউন্ট খুলব


    আর আপনাদের এই প্রয়োজন মেটাতে ২০১১ সালে ব্রাক ব্যাংক বের করে বিকাশ (Bkash) নামের অনলাইন ব্যাংকিং সার্ভিস। শুরুতে বিকাশের সাহায্যে ক্যাশ ইন, ক্যাশ আউট ও সেন্ড মানি করা গেলেও বর্তমানে আপনি বিকাশের সাহায্যে মোবাইল রিচার্জ করা, ইলেকট্রিক বিল দেওয়া, ট্রেন বাস ফ্লাইটের টিকিট কাটা, অনলাইন রিচার্জ, ইন্টারনেট থেকে শপিং ইত্যাদি সকল কাজই করা সম্ভব।


    এর ফলে দিনে দিনে সকলের মাঝেই বিকাশ এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। তবে সকলেই জানেন না ঠিক কিভাবে বিকাশ একাউন্ট খুলতে হয়। ফলে অনেকেই ইন্টারনেটে সার্চ করে কিভাবে বিকাশ একাউন্ট খুলব (How to create Bkash account)


    আপনাদের এ সমস্যার সমাধানের জন্য আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিকাশ একাউন্ট খুলার সবচেয়ে সহজ ২টি উপায়। এবং আপনি নতুন বিকাশ একাউন্ট খুললেই পাবেন ১২৫ টাকা বোনাস


    আরও জানুনঃ বিকাশ রিওয়ার্ড থেকে আয় করার উপায়


    ঘরে বসে বিকাশ একাউন্ট খুলার উপায়

    যখন বিকাশ প্রথম প্রথম লঞ্চ করা হয় তখন বিকাশ একাউন্ট খুলা অনেক জটিল কাজ ছিল। তাই তখন বিকাশ একাউন্ট খুলতে কোনো একটা বিকাশ সার্ভিস সেন্টারে যেতে হতো।


    কিন্তু বিকাশ এপ লঞ্চ হওয়ার পর নতুন বিকাশ একাউন্ট খুলা হয়ে গেছে একদম সহজ। এখন যেকেউ ঘরে বসে মিনিটের মধ্যেই তার নতুন বিকাশ একাউন্ট খুলতে পারে।


    নতুন বিকাশ একাউন্ট খুলতে যা যা প্রয়োজনঃ

    • যার বিকাশ একাউন্ট খুলবেন তার এন আই ডি কার্ড। (অনলাইন কপি হলেও চলবে)
    • একটি একটিভ মোবাইল নম্বর।
    • যার একাউন্ট খুলবেন তাকে আপনার সাথেই রাখতে হবে।


    বিকাশ এপের সাহায্যে বিকাশ একাউন্ট খুলার উপায়

    নতুন বিকাশ একাউন্ট খুলার সবচেয়ে সহজ উপায় হলো বিকাশ এপ ব্যবহার করে একাউন্ট খোলা। তবে এর জন্য আপনার কাছে অবশ্যই একটি স্মার্ট ফোন থাকতে হবে। কারণ ফিচার্ড ফোনে বিকাশ এপ ইন্সটল করা যায় না।


    আপনার কাছে যদি স্মার্ট ফোন থাকে তবে নিচের পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজেই বিকাশ একাউন্ট খুলতে পারবেন। এপ দিয়ে বিকাশ একাউন্ট খুলার উপায়ঃ

    ১. নিজে নিজে ঘরে বসে মোবেইল দিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য আপনাকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করতে হবে। নতুন একাউন্ট খোললেই ২৫ টাকা বোনাস। এবং খোলার পর আপনি আপনার প্রথম ট্রান্সেকশনে পাবেন ১০০ টাকা বোনাস (১২৫ টাকা বোনাস পেতে এপটি অবশ্যই নিচের লিংক এর মাধ্যমে ডাউনলোড করতে হবে)। নিচের লিংক থেকে Bkash app ডাউনলোড করে আপনার এন্ড্রয়েড ফোনটিতে ইনস্টল করুন।


    বিকাশ এপ ডাউনলোড লিংকঃ ডাউনলোড লিংক


    ২. বিকাশ এপটি আপনার ফোনে ইন্সটল হওয়ার পর এটি ওপেন করুন। লক্ষ্য রাখবেন যেন আপনার ফোনে ইন্টারনেট কানেকশন দেওয়া থাকে।


    এবার নিচের স্টেপগুলো অনুসরণ করে বিকাশ একাউন্ট তৈরি করুন।

    বিকাশ একাউন্ট খুলার উপায় ১

    ৩. বিকাশ অ্যাপটি অপেন করার পর উপরের ১ নং চিত্রের মতো একটি এন্টারফেজ ওপেন হবে। সেখানে লগ ইন/রেজিস্টেশন বাটনটিতে ক্লিক করুন।


    ৪. লগ ইন/রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনাকে উপরের ২ নং চিত্রের মতো পাতায় নিয়ে আসবে। সেখানে যে নাম্বারটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলতে চাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন।


    ৫. তারপর আপনার মোবাইল নাম্বারটি কোন অপারেটরের তা সিলেক্ট করুন। সিলেক্ট করে আবার পরবর্তী বাটনে ক্লিক করুন।


    ৬. আপানার মোবাইল নাম্বারটি যাচাই করার জন্য আপনার নাম্বারে একটি ওটিপি (OTP) পাঠানো হবে। তাই অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি ফোনে এক্টিভ করা থাকতে হবে। ওটিপি মেসেজিটি আসার সাথে সাথেই অটোমেটিক বিকাশ এপ গ্রহন করে নিবে। ৪ নং চিত্রের মতো, "কনফার্ম করুন" এ ক্লিক করুন।

    বিকাশ একাউন্ট খুলার উপায় ২


    ৭. তারপর ৫ নং চিত্রের মতো নতুন পাতায় আসার পর আপনাকে জাতীয় পরিচয় পত্র বা এ আই ডি কার্ড এর উপরের পৃষ্টার ছবি তুলে সাবমিট করুন।


    ৮. এরপর জাতীয় পরিচয় পত্রের অপর পৃষ্টার ছবি তুলে ‘সাবমিট করুন’ বাটনে ক্লিক করুন। এরপর বিকাশ আপনার কিছু পার্সনাল ইনফরমেশন নিবে (যেমনঃ আপনার লিঙ্গ, আয়, পেশা ইত্যাদি)।


    ৯. এবার যার এন আইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খুলছেন তার মুখের ছবি মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে তুলে ‘তির’ বাটনে ক্লিক করুন।


    ১০. চেহারার ছবি তুলে সাবমিট করে দিলেই আপনার একাউন্ট খোলা হয়ে ‍যাবে।


    আপনার বিকাশ একাউন্টটি খোলা হয়ে গেলে একে এক্টিভেট করতে হবে। এর জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুনঃ

    ১. আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *247# টাইপে করে কল বাটনে ক্লিক করুন।

    ২. "Activate Mobile Menu" অপশনটি বেছে নিন।

    ৩. এবার আপনি আপনার ৫ ডিজিটের বিকাশ পিন নম্বর বেছে নিন।

    ৪. পিন নম্বরটি পুনরায় টাইপ করে কনফার্ম করুন।


    ব্যাস আপনার বিকাশ একাউন্টটি একটিভেট হয়ে গেল।


    বিকাশ এপ এর বেসিক ওভারভিউ

    বিকাশ এপ এর মধ্যে লগইন করলে নিচের ছবির মতো ডিসপ্লে ইন্টারফেস দেখতে পাবেন। ছবির মধ্যে কোনটা কোন আইকন সেটা জেনে নিন। 

    বিকাশ হোম পেজ

    Balance tab: উপরে "ব্যালেন্স দেখুন" লেখা আছে সেখানে ট্যাপ করলে আপনার একাউন্ট এ কত balance আছে সেটা দেখতে পাবেন।


    সেন্ড মানিঃ এর মাধ্যমে আপনি যেকোনো ব্যাক্তিকে টাকা সেন্ড করতে পারবেন।


    মোবাইল রিচার্জঃ আপনি যে কোনো মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবেন। 


    অ্যাড মানিঃ এখানে আপনি এজেন্ট বা ব্যাঙ্ক এর সাহায্যে বিকাশে মানি অ্যাড করতে পারবেন। এছাড়া এখানে মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকলে সেটার সাহায্যে ও টাকা অ্যাড করতে পারেন।


    পে বিলঃ এর সাহায্যে ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট এবং অন্যান্য পরিষেবাগুলি বিল এই app এর সাহায্যে দিতে পারবেন।  


    টিকেটঃ এই অপশনে মুভি টিকিট পর্চেস থেকে শুরু করে বাস,ট্রেন,ফ্লাইট ,লঞ্চের টিকিট buy করতে পারবেন।


    যাইহোক, আমি এই app এর একটা ব্যাসিক ওভারভিউ দিলাম। আর বিস্তারিত জানতে হলে ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারেন।


    বিকাশ নিয়ে প্রশ্ন-উত্তর

    প্রশ্ন-১ঃ বিকাশ কত সালে প্রতিষ্ঠিত হয়?

    উত্তরঃ ২০১১ সালে বিকাশ প্রতিষ্ঠিত হয়।


    প্রশ্ন-২ঃ বিকাশ কেন প্রতিষ্ঠা করা হয়?

    উত্তরঃ অনলাইন লেনদেন করার জন্য বিকাশ প্রতিষ্ঠা করা হয়।


    প্রশ্ন-৩ঃ একটি nid card দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়?

    উত্তরঃ একটি এন আই ডি কার্ড দিয়ে আপনি একটি বিকাশ একাউন্ট খোলতে পারবেন।


    প্রশ্ন-৪ঃ বিকাশ একাউন্ট এন আই ডি কার্ড অনলাইন কপি দিয়ে খোলা যাবে কি?

    উত্তরঃ অবশ্যই আপনি খোলতে পারবেন। যদি আপনার ১৮ বছর হয়, তবে জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি দিয়ে বিকাশ একাউন্ট খোলতে পারবেন।


    প্রশ্ন-৫ঃ বিকাশ এপ দিয়ে টাকা আয় করা যায় কি?

    উত্তরঃ হ্যাঁ, বিকাশ এপ আপনার বন্ধুদের সাথে রেফার করে টাকা আয় করতে পারবেন।


    প্রশ্ন-৬ঃ বিকাশ এপ থেকে কিভাবে ১০০ টাকা বোনাস পাবো?

    উত্তরঃ আমি উপরে যে লিংক দিয়েছি তার সাহায্যে বিকাশ এপ ডাউনলোড করে একাউন্ট খোললে প্রথম ট্রান্সেকশনে আপনি ১০০ টাকা বোনাস পাবেন।


    প্রশ্ন-৭ঃ বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার কত?

    উত্তরঃ ১৬২৪৭ বা ০২-৫৫৬৬৩০০১।


    প্রশ্ন-৮ঃ বিকাশ একাউন্ট চেক কোড কত?

    উত্তরঃ *২৪৭# হলো বিকাশ একাউন্ট চেক কোড।


    প্রশ্ন-৯ঃ বিকাশ একাউন্ট খোলা কি ফ্রি?

    উত্তরঃ হ্যাঁ। আপনি ফ্রিতে উপরের নির্দেশনা অনুসরণ করে বিকাশ একাউন্ট খুলতে ও ব্যবহার করতে পারবেন।


    প্রশ্ন-১০ঃ বিকাশ এর সাহায্যে কি বিল পে করা সম্ভব?

    উত্তরঃ হ্যাঁ। আপনি বিকাশ ব্যবহার করে খুব সহজেই বিদ্যুৎ বিল, গ্যাস বিল, টেলিফোন বিল ইত্যাদি পে করতে পারবেন।


    প্রশ্ন-১১ঃ অ্যাপ ছাড়া কি বিকাশ একাউন্ট খোলা যায়?

    উত্তরঃ হ্যাঁ। তবে সেক্ষেত্রে আপনার বিকাশ এজেন্টের কাছে অথবা বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে।


    শেষ কথা

    এই ছিল বিকাশ একাউন্ট খোলা নিয়ে আমাদের আজকের পোস্ট। আশা করি এই পোস্টটি পড়ে আপনি আপনার বিকাশ একাউন্ট খুলতে পেরেছেন।


    যদি এখনো আপনার মনে কোনো প্রশ্ন থাকে তবে আপনি কমেন্ট করে জিজ্ঞেস করুন। এবং পোস্টি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

    বিকাশ রিওয়ার্ড কি? কিভাবে বিকাশ রিওয়ার্ড পাবো?

    বিকাশ রিওয়ার্ড কি? কিভাবে বিকাশ রিওয়ার্ড পাবো?

    বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন পেমেন্ট সার্ভিসগুলোর মধ্যে একটি হলো বিকাশ (BKash)। কিভাবে বিকাশ একাউন্ট খোলতে হয় এ নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। বিকাশ সবসময়ই তার ব্যবহারকারীর জন্য দুর্দান্ত অফার নিয়ে আসে। এরই ধারাবাহিকতায় বিকাশ সম্প্রতি তাদের নতুন ফিচার নিয়ে এসেছে যার নাম হলো বিকাশ রিওয়ার্ড

    বিকাশ রিওয়ার্ড প্রোগ্রাম

    বিকাশ রিওয়ার্ড হলো বিকাশ অ্যাপে যুক্ত হওয়া চমৎকার একটি ফিচার। এখন চলুন জেনে নেয়া যাক বিকাশ রিওয়ার্ড কি এবং কিভাবে বিকাশ রিওয়ার্ড পাবেন


    বিকাশ রিওয়ার্ড কি? (What is BKash Reward?)

    বিকাশ রিওয়ার্ড হলো বিকাশের পক্ষ থেকে চালু করা বিকাশের নতুন ফিচার। যার সাহায্যে যেকোনো ব্যবহারকারী খুব সহজেই বিকাশ ব্যবহার করে কিছু পরিমাণ রিওয়ার্ড পেতে পারেন।


    মূলত বিকাশ ব্যবহারকারীদের আরো আকৃষ্ট করার জন্য বিকাশ তাদের এই রিওয়ার্ড প্রোগ্রামটি শুরু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে বিকাশ গ্রাহকরা, বিকাশে বিভিন্ন একটিভিটির জন্য কিছু পরিমাণ পয়েন্ট পাবেন। ক্যাশব্যাকের মতো সুবিধা পেতে এই পয়েন্টগুলো ব্যবহার করা যাবে।


    অর্থাৎ আপনি যদি একজন বিকাশ গ্রাহক হয়ে থাকেন তবে আপনি হয়তো প্রায় প্রতিদিনই অন্যদের সাথে টাকা লেনদেন করেন, বিভিন্ন বিল পে করেন কিংবা কোনো শপিং করেন।


    কিন্তু এর বিনিময়ে বিকাশ আপনাকে কোনো টাকা রিটার্ন করে না। তবে এখন থেকে প্রতিটি লেনদেনে বিকাশ আপনাকে কিছু পয়েন্ট দিবে। এই পয়েন্ট ব্যবহার করে আপনি ক্যাশব্যাকের মতো দারুন অফার উপভোগ করতে পারবেন।


    বিকাশ ব্যবহার করে লেনদেন করার মাধ্যমে প্রাপ্ত পয়েন্টগুলো বিকাশ অ্যাপসে্র "বিকাশ রিওয়ার্ডস" সেকশনে গিয়ে দেখতে পাবেন।


    বিকাশ রিওয়ার্ডস সেকশনটি বিকাশ অ্যাপের একদম উপরে ডানপাশে একটি ট্রফি যুক্ত আইকন আছে। সেখানে ক্লিক করলে আপনি আপনার বিকাশ অ্যাপের পয়েন্টগুলো দেখতে পাবেন।


    বিকাশ রিওয়ার্ড প্রোগ্রামে পয়েন্টের উপর ভিত্ত করে এর লেভেল নির্ধারণ করা হয়েছে। চলুন এখন বিকাশ রিওয়ার্ড এর লেভেল সম্পর্কে জানা যাক।


    আরো জানুনঃ কিভাবে বিকাশ একাউন্ট খোলব


    বিকাশ রিওয়ার্ড লেভেল (BKash Reward level)

    আপনি বিকাশ অ্যাপের সাহায্যে যত বেশি লেনদেন করবেন তত বেশি পয়েন্ট অর্জন করতে পারবেন। আর বিকাশ রিওয়ার্ড এ প্রাপ্ত পয়েন্টের উপর ভিত্তি করে ব্যবহারকারীরা বিভিন্ন লেভেলে অবস্থান করবেন।


    কোন ব্যবহারকারী কোন লেভেলে থাকবে তা নির্ধারণ হবে তার পয়েন্টের উপর ভিত্তি করে। যদি কোনো গ্রাহক প্রতিদিনই অনেক টাকা লেনদেন করে, তার বিদুৎ বিল, গ্যাস বিল বিকাশের মাধ্যমেই পরিশোধ করে তবে সে রিওয়ার্ড প্রোগ্রামের সবচেয়ে উপরের লেভেলে থাকবে।


    একজন ব্যবহারকারী যত বেশি পয়েন্ট অর্জন করবেন তত উচ্চ লেভেলে পৌঁছে যাবেন। আর তার সাথে উপভোগ করতে পারবেন দারুণ দারুণ সব রিওয়ার্ড। নির্দিষ্ট পয়েন্ট জমানোর পর সেই পয়েন্ট ভাঙিয়ে ক্যাশব্যাক পাওয়া যাবে। অর্থাৎ আপনি রিওয়ার্ড পয়েন্টের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন।


    বিকাশ রিওয়ার্ড প্রোগ্রামের লেভেলঃ

    • ব্রোঞ্জ
    • সিলভার
    • টাইটেনিয়াম
    • গোল্ড
    • প্লাটিনাম
    • ডায়মন্ড


    বিকাশ রিওয়ার্ড প্রোগ্রামে এক লেভেল থেকে অন্য লেভেলে যেতে প্রয়োজন হবে পয়েন্টের। আপনার কাছে যত বেশি পয়েন্ট থাকবে তত উপরের লেভেলে পৌঁছাতে পারবেন।


    আর যত উপরের লেভেলে পৌঁছাবেন তত বেশি ক্যাশব্যাক পাবেন। চলুন দেখে নেওয়া যাক কোন লেভেলে কত ক্যাব্যাক পাবেন।


    বিকাশ রিওয়ার্ড প্রোগ্রামে কোন লেভেলে কত ক্যাশব্যাক

    বিকাশ রিওয়ার্ড প্রোগ্রামে আপনার যত বেশি পয়েন্ট হবে আপনি তত উপরের লেভেলে পৌঁছাতে পারবেন এবং তত বেশি ক্যাশব্যাক পাবেন।


    বিকাশ রিওয়ার্ড প্রোগ্রামের কোন লেভেলে কত ক্যাশব্যাক দিচ্ছে তা জেনে নেওয়া যাক।

    ১. ব্রোঞ্জ

     রিওয়ার্ড প্রোগ্রামের সর্বনিম্ন লেভেল হলো ব্রোঞ্জ। শুরুতে আপনি ব্রোঞ্জ লেভেলেই থাকবেন। এরপর ধীরে ধীরে পয়েন্ট অর্জন করতে করতে এর সট্যাটাস বার যখন ফোল হয়ে যাবে তখন আপনি পরবর্তী লেভেলে যেতে পারবেন।


    ব্রোঞ্জ লেভেলে যেসকল ক্যাশব্যাকের অফার পাবেন তা হলোঃ

    • ১৫ টাকা বা তার বেশি পেমেন্ট করলেই ১৫ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ১০০০ হতে হবে)
    • ১৫ টাকা বা তার বেশি পে বিল করলেই ১৫ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ১০০০ হতে হবে)
    • ১০ টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করলেই ১০ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ১৫০০ হতে হবে)


    ২. সিলভার

    ব্রোঞ্জ এর পরবর্তী লেভেলেটিই হলো সিলভার। এটি বিকাশ রিওয়ার্ড প্রোগ্রামের দ্বিতীয় লেভেল। ব্রোঞ্জ এর মতো সিলভারেও রয়েছে চমৎকার সব অফার।


    সিলভার লেভেলে যেসকল ক্যাশব্যাকের অফার পাবেন তা হলোঃ

    • পেমেন্ট এ ৩০ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ১৫০০ হতে হবে)
    • পে বিল এ ৩০ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ১৫০০ হতে হবে)
    • মোবাইল রিচার্জ এ ২০ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ২০০০ হতে হবে)


    ৩. টাইটেনিয়াম

    সিলভার লেভেলের স্ট্যাটাস বারটি সম্পূর্ণ হয়ে গেলে আপনি পৌছে যাবেন টাইটেনিয়াম লেভেলে। টাইটেনিয়াম লেভেলে আপনার জন্য অপেক্ষা করছে আরো বেশি অফার।


    টাইটেনিয়াম লেভেলে যেসকল ক্যাশব্যাকের অফার পাবেন তা হলোঃ

    • পেমেন্ট এ ৫০ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ২০০০ হতে হবে)
    • পে বিল এ ৫০ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ২০০০ হতে হবে)
    • মোবাইল রিচার্জ এ ৩০ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ২৫০০ হতে হবে)


    ৪. গোল্ড

    এভাবেই একটির পর একটি লেভেল পার করতে করতে আপনি পৌছে যাবেন লেভেল গোল্ডে। এটি রিওয়ার্ড প্রোগ্রামের চতুর্থ লেভেল। আপনি পয়েন্ট যত বেশি পাবেন তার সবচেয়ে বেশি পয়েন্ট প্রয়োজন হবে এই লেভেলে আসলে। এর পরবর্তী লেভেলগুলোতে পয়েন্ট একই থাকবে। শুধু আপনাকে স্ট্যাটাস বার পূর্ণ করতে হবে।


    গোল্ড লেভেলে যেসকল ক্যাশব্যাকের অফার পাবেন তা হলোঃ

    • পেমেন্ট এ ১০০ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ৩০০০ হতে হবে)
    • পে বিল এ ১৫০ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ৩০০০ হতে হবে)
    • মোবাইল রিচার্জ এ ৫০ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ৩০০০ হতে হবে)


    ৫. প্ল্যাটিনাম

    গোল্ড এর পরবর্তী লেভেলেটিই হলো প্ল্যাটিনাম। এটি শেষের দিক থেকে দ্বিতীয় লেভেল। এই লেভেলে আসার পর আপনার ক্যাশব্যাক আরো বেড়ে যাবে।


    প্ল্যাটিনাম লেভেলে যেসকল ক্যাশব্যাকের অফার পাবেন তা হলোঃ

    • পেমেন্ট এ ১৫০ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ৩০০০ হতে হবে)
    • পে বিল এ ২০০ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ৩০০০ হতে হবে)
    • মোবাইল রিচার্জ এ ৭০ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ৩০০০ হতে হবে)


    ৬. ডায়মন্ড

    রিওয়ার্ড প্রেগ্রামের সর্বোচ্চ লেভেলটি হলো ডায়মন্ড। প্ল্যাটিনাম লেভেলের স্ট্যাটাস বারটি সম্পূর্ণ হলে আপনি পৌছে যাবেন সর্বশেষ লেভেল ডায়মন্ডে। ডায়মন্ড লেভেলে পৌছানোর পর আপনার স্ট্যাটাস বার যতই বারুক পরবর্তী লেভেলে পৌঁছাতে পারবেন না। কারণ ডায়মন্ডই সর্ব শেষ লেভেল।


    ডায়মন্ড লেভেলে পৌছানোর পর আপনার ক্যাশব্যাক অফার সর্বোচ্চ হয়ে যাবে। এই লেভেলেই আপনি সবচেয়ে বেশি ক্যাশব্যাক পাবেন।


    ডায়মন্ড লেভেলে যেসকল ক্যাশব্যাকের অফার পাবেন তা হলোঃ

    • পেমেন্ট এ ২০০ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ৩০০০ হতে হবে)
    • পে বিল এ ২৫০ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ৩০০০ হতে হবে)
    • মোবাইল রিচার্জ এ ১০০ টাকা ক্যাশব্যাক। (পয়েন্ট ৩০০০ হতে হবে)


    কিভাবে বিকাশ রিওয়ার্ড পয়েন্ট পাবেন? (How to get BKash Reward point?)


    বিকাশ সম্প্রতি তার গ্রাহকদের জন্য নতুন একটি প্রোগ্রাম চালু করেছে যার নাম হলো বিকাশ রিওয়ার্ড প্রোগ্রাম। আমি এতক্ষণ আপনাদেরকে বিকাশ রিওয়ার্ড প্রোগ্রাম কি? এটা কিভাবে কাজ করে? বিকাশ রিওয়ার্ড প্রোগ্রাম এ আপনাদের সুবিধা কি তা জানালাম।


    আপনি হয়তো বুঝে গেছেন বিকাশ রিওয়ার্ড প্রোগ্রাম ব্যবহার করে ক্যাশব্যাক পেতে হলে আপনাদের প্রয়োজন হবে পয়েন্টের।


    এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কিভাবে আমরা পয়েন্ট পাব? পয়েন্ট কি ফ্রিতে পাব নাকি কিনতে হবে?


    কি তাই না?


    আপনি পয়েন্ট অর্জন করতে পারবেন বিভিন্ন বিকাশ সার্ভিস নিয়মিত ব্যবহার করে। অর্থাৎ বিকাশ অ্যাপ থেকে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, পে বিল, পেমেন্ট, ট্রান্সফার মানি, মোবাইল রিচার্জ ইত্যাদির মাধ্যমে বিকাশ রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে। আর এসব পয়েন্টের মাধ্যমে পাওয়া যাবে ক্যাশব্যাক এর মতো দুর্দান্ত অফার।


    এই পয়েন্টগুলোই আপনাকে ব্যবহার করতে হবে রিওয়ার্ড ক্লেইম করার সময়। আপনার কাছে যত বেশি পয়েন্ট থাকবে আপনি তত বেশি ক্যাশব্যাক অর্জন করতে পারবেন।


    রিওয়ার্ড প্রোগ্রামে আপনার লেভেল যত বেশি উপরে থাকবে ক্যাশব্যাকও তত বেশি পাবেন। এখানে আপনার স্ট্যাটাস বার যখন পূর্ণ হবে তখন আপনি পরবর্তী লেভেলে পৌঁছাতে পারবেন। বিকাশ সার্ভিস নিয়মিত ব্যবহার, লেনদেনের পরিমাণ, লেনদেনের সংখ্যা ইত্যাদির উপর স্ট্যাটাস বার নির্ভর করে স্ট্যাটাস বার এর অগ্রগতি হবে।


    উল্লেখ্য যে, বিকাশ সার্ভিস ব্যবহার কমে গেলে স্ট্যাটাস বার কমে যেতে পারে। তবে অর্জিত রিওয়ার্ড পয়েন্ট এর কোনো মেয়াদ থাকছেনা। অর্থাৎ বিকাশ রিওয়ার্ড পয়েন্ট ব্যবহারকারীর একাউন্টে ব্যবহার না করলে জমা থেকে যাবে।


    বিকাশ রিওয়ার্ড এর শর্তাবলী

    বিকাশ থেকে ক্যাশব্যাক পাওয়ার কার্যকরী ও নতুন একটি উপায় হলো বিকাশ রিওয়ার্ড। তবে বিকাশ রিওয়ার্ড থেকে ক্যাশব্যাক পাওয়ার জন্য এক কিছু শর্তাবলী রয়েছে। নিম্ন বিকাশ রিওয়ার্ড এর শর্তগুলো দেওয়া হলোঃ

    • গ্রাহকের প্রতিটি লেনদেনের বিপরীতে রিওয়ার্ড পয়েন্ট নির্ধারণের অধিকার বিকাশ সংরক্ষণ করে।

    • রিওয়ার্ড পয়েন্ট ন্যূনতম অথবা সর্বাধিক লেনদেনের পরিমাণ নির্ধারণ করার অধিকার বিকাশ সংরক্ষণ করে। তবে তা বিকাশ গ্রাহকের বিদ্যমান লেনদেনের লিমিটে প্রভাব ফেলবে না। লিমিট দেখতে ভিজিট করুনঃ https://www.bkash.com/bn/support/tariff-limits/limits

    • বিকাশ রিওয়ার্ড নির্ধারণ পদ্ধতি (পয়েন্ট অর্জন, লেভেল নির্ধারণ, রিওয়ার্ড সংগ্রহ) বিকাশ নিজস্ব বিবেচনায় নির্ধারণ করবে। গ্রাহকের লেনদেন এবং রিওয়ার্ড নির্ধারণ পদ্ধতির উপর নির্ভর করে যেকোনো গ্রাহককে যেকোনো লেভেলে রাখার অধিকার বিকাশ সংরক্ষণ করে।

    • বিকাশ রিওয়ার্ড সংগ্রহ প্রক্রিয়া এবং অফারগুলো বিকাশ তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে নির্ধারণ করবে।

    • রিওয়ার্ড সিস্টেমের অপব্যবহার বা বেআইনি সুবিধা পাওয়ার জন্য সন্দেহজনক লেনদেনের যেকোনো প্রচেষ্টা তদারকি করা হবে এবং তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট গ্রাহককে বিকাশ সার্ভিস ব্যবহারে অযোগ্য ঘোষণা করা হবে।

    • বিকাশ কোনোপ্রকার পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই যেকোনো সময়ে বিকাশ রিওয়ার্ডস প্রোগ্রামের শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।

    • বিকাশ কোনোপ্রকার পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই যেকোনো সময় বিকাশ রিওয়ার্ডস প্রোগ্রাম সাময়িক স্থগিত বা সম্পূর্ণরূপে বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।

    • বিকাশ রিওয়ার্ডস প্রোগ্রামের সকল বিষয়বস্তুর উপর বিকাশ সম্পূর্ণ কপিরাইট সংরক্ষণ করে। বিকাশ রিওয়ার্ড প্রোগ্রামের যেকোনো বিষয়বস্তু অনুকরণ বা অবৈধ ব্যবহার / বিতরণ এর সাথে জড়িত ব্যক্তি(বর্গ) বা প্রতিষ্ঠান(গুলো) এর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেয়া হবে।


    বিকাশ রিওয়ার্ড নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর

    প্রশ্ন-১ঃ রিওয়ার্ড পয়েন্ট এর বিনিময়ে কি টাকা পাওয়া যাবে?

    উত্তরঃ হ্যাঁ। আপনি বিকাশের মাধ্যমে লেন-দেন করলে বিকাশ এর বিনিময়ে আপনাকে কিছু পয়েন্ট দিবে। যখন আপনার কাছে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট হয়ে যাবে তখন আপনি তা রিডিম করতে পারবেন। রিডিম করলে বিকাশ আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা ক্যাশব্যাক করবে। এই টাকা আপনার বিকাশ ব্যালেন্সের সাথে যুকৃত হবে। এবং আপনি পরবর্তীতে সেই টাকা আদান প্রদান করতে পারবেন। এমনকি চাইলে তা ক্যাশ আউটও করতে পারবেন।


    প্রশ্ন-২ঃ কিভাবে রিওয়ার্ড পয়েন্ট অর্জন করব?

    উত্তরঃ আপনি বিভিন্ন বিকাশ সার্ভিস যেমন ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, পে বিল, পেমেন্ট, ট্রান্সফার মানি, মোবাইল রিচার্জ ইত্যাদি নিয়মিত ব্যবহার  করে "বিকাশ পয়েন্ট" অর্জন করতে পারবেন।


    প্রশ্ন-৩ঃ আমি কিভাবে বিকাশ রিওয়ার্ড প্রোগ্রামের পরবর্তী লেভেলে পৌঁছাতে পারব?

    উত্তরঃ নিয়মিত বিকাশ সার্ভিস ব্যবহার করে আপনি বেশি বেশি পয়েন্ট অর্জন করে পরবর্তী লেভেল যেতে পারেন। উচ্চতর লেভেলে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পয়েন্ট অর্জন হলেই স্বয়ংক্রিয় ভাবে আপনি সেই লেভেলে পৌঁছে যাবেন। আপনি বিকাশ অ্যাপের "বিকাশ রিওয়ার্ডস" সেকশনে লেভেল অগ্রগতি বারে আপনার পয়েন্ট অর্জনের অগ্রগতি দেখতে পাবেন।


    প্রশ্ন-৪ঃ রিওয়ার্ড পয়েন্টের মেয়াদ কি কিছু সময় পর শেষ হয়ে যাবে?

    উত্তরঃ বর্তমানে বিকাশ রিওয়ার্ড পয়েন্টের কোনো নির্দিষ্ট মেয়াদ সীমা নেই। অর্থাৎ আপনি চাইলে পয়েন্ট জমিয়ে তা পরবর্তীতে খরচ করার জন্য রেখে দিতে পারবেন। তবে বিকাশ চাইলে যেকোনো সময় এই মেয়াদে বা পুরো রিওয়ার্ড প্রোগ্রামেই পরিবর্তন আনতে পারে।


    প্রশ্ন-৫ঃ রিওয়ার্ড পয়েন্ট এর বিনিময়ে আমি কি পাব?

    উত্তরঃ আপনার ব্যবহারযোগ্য পয়েন্টগুলো ব্যবহার করে আপনি ক্যাশব্যাকের মতো আকর্ষণীয় রিওয়ার্ড সংগ্রহ করতে পারেন। যা আপনি বিকাশ অ্যাপের "বিকাশ রিওয়ার্ডস" সেকশন থেকে দেখতে পারবেন।


    শেষ কথা

    বিকাশ রিওয়ার্ড বিকাশ দ্বারা পরিচালিত বিকাশের একটি নতুন ফিচার যার সাহায্যে আপনি ক্যাশব্যাকের মতো দুর্দান্ত অফার পেতে পারেন।


    আপনি নিয়মিত বিকাশ অ্যাপের ব্যবহার করলে আপনি কিছু পয়েন্ট পাবেন যার বিনিময়ে বিকাশ আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা ক্যাশব্যাক করবে।


    বিকাশ রিওয়ার্ড প্রোগ্রাম কি, বিকাশ রিওয়ার্ড প্রোগ্রাম কেন বের করা হয়েছে, এর কাজ কি, কিভাবে রিওয়ার্ড পয়েন্ট অর্জন করবেন এ নিয়ে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে।


    আশা করি এই পোস্টটি আপনার উপকারে এসেছে। যদি এখনো আপনার মনে কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করুন। আর এমনই ইন্টারেস্টিং সব কন্টেন্ট পেতে সবসময় আমাদের সাথেই থাকুন।