Xiaomi Redmi Note 10 price, specification, review in Bangladesh
![]() |
Xiaomi Redmi Note 10 review |
আপনারা যারা সাউমির (Xiaomi) ফ্যান আছে কিংবা যারা সাউমির ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য একটি সুখবর যে সাউমি ৪ ই মার্চ ২০২১ এ তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি ফোন Redmi Note 10 বাজারে আনার জন্য এনাউন্সমেন্ট করেছে।
এবং আশা করা হচ্ছে এটি ১৬ ই মার্চ ২০২১ থেকে অফিসিয়ালি পাওয়া যাবে।
এটি বাজারে আসবে তিনটি ভেরিয়েসনেঃ- ৪জিবি + ৬৪জিবি, ৪জিবি + ১২৮জিবি, ৬জিবি + ১২৮জিবি। এটি আসবে ৬ টি ভিন্ন ভিন্ন কালার ভেরিয়েন্টে।
আজ আমরা Redmi Note 10 বিভিন্ন স্পেসিফিকেশন সম্পর্কে জনব। এবং সর্বশেষে Redmi Note 10 সম্পর্কে আমি আমার মতামত দিব।
সবার প্রথমে এর বক্সে কি কি পাবেন তা জানা যাক।
Redmi Note 10 unboxing
সর্বপ্রথম এর বক্সটি ওপেন করলে সুন্দর প্যাকিংয়ের সাথে আপনি আপনার ফোনটি দেখতে পাবেন।
এরপর ঠিক আপনার ফোনের নিচে পাবেন আরেকটি বক্স। যেখানে রয়েছে আপনার ফোনকে স্ক্রেচ থেকে রক্ষা করার জন্য একটি ট্রান্সপেরেন্ট ব্যাক কভার। এবং রয়েছে কিছু ইউজার ম্যানুয়াল।
এছাড়াও আপনি আপনার এই বক্সে আরও পাবেন সিম কার্ড বের করার জন্য একটি চাবি, একটি ইউএসবি ক্যাবল এবং একটি ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার।
এবার চলুন ফোনের দিকে নজর দেয়া যাক এবং সর্বপ্রথম জানা যাক এর ডিসপ্লে সম্পর্কে।
বডি ও ডিসপ্লে
Redmi Note 10 ফোনের দিকে নজর দিতেই সর্বপ্রথম চোখে পরে ৬.৪৩ ইঞ্চের বিশাল ডিসপ্লে। এই ফোনের ডাইমেনশন হলো ১৬০.৫ ×৭৪.৫ × ৮.৩ মি.মি., যার ওজন হলো ১৭৮ গ্রাম।
এতে সিম কার্ডের জন্য রয়েছে ২ টি স্লট, যেখানে আপনি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন।
Redmi Note 10 এর পেছনে একটি গ্লসি ফিনিস দেয়া হয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগে। তবে এর পেছনটা গ্লসি বলে সহজেই ফিঙ্গার প্রিন্ট এবং স্ক্র্যাচ পরে যেতে পারে। তাই এর সাথে দেয়া ব্যাক কভারটি ব্যবহার করার পরামর্শ রইল।
Redmi Note 10 এ ডিসপ্লে মেটেরিয়াল হিসেবে সামনে গ্লাস ও পেছনে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তবে এর প্লাস্টিকের কোয়ালিটি মোটেই চিপ মনে হয় না। আপনি আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যেন এর পেছনটা গ্লাসের। যা দেখতে খুবই প্রিমিয়াম লাগে।
Note 10 এ ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ১০৮০+ ফোল এইচ-ডি+ রেজুলেশন (১০৮০ × ২৪০০ পিকজেল) সুপার এমুলেড (Super Amoled) ডিসপ্লে।
সাধারণত এই প্রাইজে আমরা IPS display দেখতে পাই। তবে Note 10 এ আপনি পেয়ে যাবেন Amoled ডিসপ্লে। তাই যারা কম প্রাইজে Amoled ডিসপ্লে যুক্ত ফোন খুঁজছেন তাদের জন্য Xiaomi নিয়ে এসেছে note 10 ফোনটি।
Redmi Note 10 এই ফোনটি ১৬ মিলিয়ন কালার সাপোর্ট করে। ফোনটির প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 3 ডিসপ্লে প্রোটেকশন।
তাই ফোনটি সহজে ভেঙে যাওয়ার ভয় থাকেনা। তাই বলে আবার টেস্ট করার জন্য হচ্ছে করে মেঝেতে আছার মেরে দেখতে যেয়েন না।
সিস্টেম ও স্টোরেজ
Redmi Note 10 এ অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে MIUI 12 যা এন্ড্রোয়েড ১১ এ কাজ করে।
এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 678 চিপসেট, যা ১১ ন্যানো মিটারে বেস। এতে CPU হিসেবে ব্যবহার করা হয়েছে Octa-Core প্রসেসর যা ২.২ গিগা হার্জ আর GPU হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 612।
Redmi Note 10 এর ইন্টারনাল স্টোরেজ হলো ৬৪/১২৮ জিবি এবং র্যাম হলো ৪/৬ জিবি। এতে স্টোরেজ বাড়ানোর জন্য রয়েছে একটি ডেডিকেটেড MicroSDXC মেমোরি কার্ড স্লট।
ক্যামেরা
বর্তমানে মানুষ ছবি তোলার জন্য কোনো ডেডিকেটেড ক্যামেরা তেমন একটা ব্যবহার করা না। বরং তারা তাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহাজ্যেই ছবি তুলতে বেশি সাচ্ছন্দ্য বোধ করে। আর তাই সকল মোবাইল কোম্পানি তাদের ফোনের ক্যামেরার উপর অধিক গুরুত্বারূপ করে।
Xiaomi ও পিছিয়ে নেই। Xiaomi তাদের Redmi লাইন-আপের নতুন ফোন Note 10 এ প্রাইমারি ক্যামেরা হিসেবে ৪৮ মে.পি. এর ওয়াইড ক্যামেরা, ৮ মে.পি. এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ২ মে.পি. এর ম্যাক্রো এবং ২ মে.পি. এর ডেথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
এবং স্যাকেন্ডারি ক্যামেরা হিসেবে ১৩ মে.পি. এর ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
এর পিছনের ক্যামেরা ব্যবহার করে 4k - 30fps এবং 1080p - 30fps এ ভিডিও করা যায়। এবং সমনের ক্যামেরায় 1080p তে 30fps এ ভিডিও করতে পারবেন।
ব্যাটারি
Redmi Note 10 এ 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
যার ফলে আপনি খুবই কম সময়ে আপনার ফোনকে ব্যবহার করতে পারবেন।
সাউন্ড
Xiaomi Note 10 এ লাউড স্পিকার হিসেবে ব্যবহার করা হয়েছে Stereo Speaker, যা সাধারণ Mono Speaker থেকে অনেক ভালো সাউন্ড তৈরি করে।
আর এক্সটারনাল সাউন্ডের জন্য রয়েছে ৩.৫ মি.মি. অডিও জেক।
কানেক্টিভিটি ও ফিচার
Redmi Note 10 এ পোর্ট হিসেবে রয়েছে type-C charging port এবং 3.5 mm অডিও জ্যাক পোর্ট।
এতে ওয়ারলেস কানেক্টিভিটির জন্য ব্যবহার করা হয়েছে Bluetooth 5.0। এবং রয়েছে WLAN এবং GPS সাপোর্ট। তবে এতে FM Radio ও NFC ফিচার নেই।
এতে সিকিউরিটি হিসেবে রয়েছে Side-Mounted Fingerprint সেন্সর। যা খুবই ফাস্ট এবং একুরেট।
সেন্সর
Redmi Note 10 এ রয়েছে Accelerometer, Gyro, Proximity, Compass সেন্সর। এতে ব্রাউজার হিসেবে রয়েছে HTML5 এর সাপোর্ট, তবে এটি java সাপোর্ট করে না।
Redmi Note 10 Price in Bangladesh
Redmi Note 10 বর্তমানে বাজারে দুটি ভেরিয়েশনে আছে। একটি হলো ৪/৬৪ জিবি আর অন্যটি হলো ৬/১২৮ জিবি।
বর্তমানে এর প্রাইজ ২৩,৫০০ টাকা। যা একটু বেশি মনে হতে পারে। তবে আশা করা হচ্ছে বাজারে আসার ২-৩ সপ্তাহের মধ্যে এর দাম কমে আসবে। আশা করা হচ্ছে এর দাম ১৫-২০ হাজারের মধ্যে নেমে আসবে।
আমার অপিনিয়ন
পারফরম্যান্স এর দিক দিয়ে ও ফাস্ট চার্জিং সাপোর্টের ফলে Redmi Note 10 হতে পারে আপনার প্রথম চয়েজ।
বিশেষ করে এর ৫০০০ এমএএইচ এর বিশাল ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং।
মোবাইলের বিল্ড কোয়ালিটি অত্যন্ত অসাধারণ যা সহজেই যেকোনো লোকেরই নজর কারবে।
তাই আমি বলব আপনি যদি একটি ভালো ডিসপ্লে যুক্ত হাই পারফরম্যান্স মোবাইল ফোন খুঁজেন তাহলে Xiaomi Redmi Note 10 মোবাইল ফোনটি আপনার জন্যই।