কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নিবেন | How To Take Screenshot On PC bangla

কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নিবেন | How To Take Screenshot On PC bangla

আপনি কি আপনার কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নিতে চান?


কিন্তু বুঝতে পারছেন না কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেয়ার সঠিক উপায় কি। তাহলে এই পোস্টটি আপনার জন্যই।


হ্যালো, বন্ধুরা ShoutOnBangla.com এ আপনাদপর সকলেকে স্বাগতম।


বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে কম্পিউটার / ল্যাপটপের জনপ্রিয়তা বহুগুণ বেড়ে গিয়েছে।


বর্তমানে কম্পিউটার / ল্যাপটপ চেনেনা এমন লোককে খুঁজে পাওয়া খুবই মুশকিল। তবে কম্পিউটার বা ল্যাপটপকে শুধু চিনলেই হবে না, এর সঠিক ব্যবহারও জানতে হবে।


আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের দৈনন্দিন বেশ কিছু কাজ এই কম্পিউটারের মাধ্যমেই করে থাকি (যেমনঃ- অফিসের কাজ, পড়াশোনা, মুভি দেখা, গেমস খেলা ইত্যাদি)।


কম্পিউটারে কাজ করার সময় কখনো কখনো কাজের কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কম্পিউটারে সেভ করার প্রয়োজন হতে পারে।


আবার আমরা অনলাইন পড়াশোনার সময়ও কোনো পড়া হয়তো আমাদের সেভ করার প্রয়োজন হতে পারে। এছাড়াও অন্যান্য ক্ষেত্রেও কোনো গুরুত্বপূর্ণ দৃশ্য যা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে দেখানো হচ্ছে তা আমাদের কম্পিউটারে সেভ করার প্রয়োজন হতে পারে।


আর এর সবচেয়ে সহজ উপায় হলো তা কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেয়া!


কিন্তু সমস্যা হলো আমাদের মধ্যে অনেকেই আমরা জানিনা কিভাবে কম্পিউটারে স্ক্রিনশট নিতে হয়। হয়তো আপনিও তাদের মধ্যেই একজন।


তাই না?


যদি আপনিও জানতে চান কোন কোন উপায়ে কম্পিউটারে স্ক্রিনশট নেয়া যায় তবে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।


এই পোস্টে আমরা ১টি না, ২টি না, সাত-সাতটি উপায় দেখাব যার সাহায্যে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নিতে পারেন।


কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার ৭টি উপায়ঃ

  1. Snipping Tool এর সাহায্যে স্ক্রিনশট
  2. Prt Scn বাটন এবং Paint এর সাহায্যে স্ক্রিনশট
  3. Game Bar এর সাহায্যে স্ক্রিনশট
  4. Alt + Print Screen এর সাহায্যে স্ক্রিনশট
  5. Power + Volume Up এর সাহায্যে স্ক্রিনশট
  6. Windows + Print Screen এর সাহায্যে স্ক্রিনশট
  7. Third-party screenshot apps এর সাহায্যে স্ক্রিনশট


স্ক্রিনশট কি

কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেয়ার আগে চলুন জেনে নেয়া যাক, স্ক্রিনশট কি? 


স্ক্রিনশট যা স্ক্রিন ক্যাপচার ও স্ক্রিন ক্যাপ নামেও পরিচিত, তা হলো একটি ছবি যা কোনো কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ইউজার তাদের স্ক্রিনে আসা কোনো দৃশ্যকে তাদের ডিভাইসে সেভ করা।


এই দৃশ্য তাদের ডিভাইসে ইমেইজ আকারে সেভ হয় এবং পরবর্তীতে সে তা দেখতে ও ব্যবহার করতে পারে।


কম্পিউটার বা ল্যাপটপে এই স্ক্রিনশট বিভিন্ন প্রোগ্রাম ও কিবোর্ড সর্টকাটের মাধ্যমে নেয়া যায়। আজ আমরা এ বিষয় নিয়েই আলোচনা করব।


কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়া ততটাই সহজ যতটা মোবাইলের সাহায্যে স্ক্রিনশট নেওয়া। কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানিনা কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়া যায়?


এই কারণে আমাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়া এতোটা জটিল মনে হয়। তাই আপনি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নিতে চান তাহলে আমি আপনাকে যেসকল উপয় দেখাব তা সঠিকভাবে ফলো করুন।


তাহলে চলুন যানা যাক কিভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নিতে পারবেন?


Snipping Tool এর সাহায্যে স্ক্রিনশট

কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার সর্বপ্রথম ও সবচেয়ে সহজ উপায় হলো Snipping Tool ব্যবহার করে স্ক্রিনশট নেওয়া।


Snipping Tool এর সাহায্যে আপনি খুব সহজেই আপনার কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নিতে পারবেন।


আর আপনি যদি windows ব্যবহারকারী হন তবে তো সোনায় সোহাগা


কারণ windows এর প্রতিটি ভার্সনে Snipping Tool ইনবিল্ড অবস্থাতেই থাকে।

Snipping tool

Snipping Tool এর সাহায্যে আপনার কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার পদ্ধতিঃ-

  • প্রথমে আপনার কীবোর্ডের উইন্ডো বাটন চাপুন।
  • এবার Snipping Tool লিখে সার্চ করুন।
  • সার্চ রেজাল্টে Snipping Tool আসার পর ঐখানে ক্লিক করুন।
  • এখান Snipping Tool এর New অপশনে ক্লিক করুন।
  • স্ক্রিনশট নিতে, মাউসের রাইট বাটনটি ধরে রাখুন এবং স্ক্রিনটি সিলেক্ট করুন।
  • স্ক্রিনটি সিলেক্ট করার পরে ডান বাটনটি ছেড়ে দিন।
  • এখন সেভ বাটনে ক্লিক করে বা ctrl + s চেপে স্ক্রিনশটটি সেভ করুন।

Prt Scn বাটন এবং Paint এর সাহায্যে স্ক্রিনশট

কম্পিউটার - ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার আরেকটি সহজ উপায় হলো Print Screen (Prt Scn) বাটনের ব্যবহার।

প্রত্যেকটি কিবোর্ডে আপনি লক্ষ্য করলেই দেখতে পাবেন একটি prt scn বাটন রয়েছে। কিবোর্ডে prt scn এর অবস্থান কিবোর্ডের উপরে ডান দিকে।

এখন আমি আপনাকে স্ক্রিনশট নেওয়ার যে পদ্ধতিটি শেখাব তার জন্য আপনার কম্পিউটারে Paint অ্যাপ্লিকেশনটি থাকতে হবে।

তবে আশার কথা হলো প্রায় সকল windows কম্পিউটারে Paint অ্যাপ্লিকেশনটি আগে থেকেই ইনস্টল দেওয়া থাকে।

Prt Scn বাটন এবং Paint অ্যাপ্লিকেশনের সাহায্যে স্ক্রিনশট নেওয়ার জন্য নিচের স্টেপগুলো ফলো করুনঃ-
  • আপনি আপনার কম্পিউটারের যেই স্ক্রিনের স্ক্রিনশট নিতে চান সেই স্ক্রিনে গিয়ে Prt Scn বাটনটি ক্লিক করুন।
  • এখন Paint অ্যাপ্লিকেশনটি খুলুন।
  • Paint অ্যাপ্লিকেশনটি খোলার পর ctrl + v চেপে স্ক্রিনশটটি Paste করুন।
  • এবার ctrl + s চেপে স্ক্রিনশটটি সেইভ করুন।

Game Bar এর সাহায্যে স্ক্রিনশট

গেম বারটি হলো আসলে একটি ওভারলে যা আপনি বেশিরভাগ উইন্ডোজ 10 অ্যাপ্লিকেশন এবং গেমের মধ্যে স্ক্রিনশট নিতে এবং ভিডিও রেকর্ড করতে ব্যবহার করতে পারেন।

Game Bar এর সাহায্যে স্ক্রিনশট নেয়ার জন্য নিচের পদ্ধতিগুলো ফলো করুনঃ-
  • সর্বপ্রথম Game Bar অপশনটি ওপেন করুন। ওপেন করার জন্য আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে Windows key + G চাপুন। আপনার কম্পিউটারের Game Bar অপশনটি ওপেন হয়ে যাবে।
টিপস্ঃ যদি Game Bar অপশনটি ওপেন না হয় তবে দেখুন আপনার কম্পিউটার বা ল্যাপটপে তা ইনেবল আছে কিনা। যদি ইনেবল না থাকে তবে ইনেবল করার জন্য "Game bar settings" লিখে সার্চ করুন। এখানে আপনি "Record game clips, screenshots, and broadcast using Game Bar" অপশনে ক্লিক করুন। আপনার কম্পিউটারের Game Bar অপশনটি ইনেবল হয়ে যাবে।
  • আপনার সামনে একটি মেনু বার ওপেন হবে। মেনু বারে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি ক্যামেরা আইকনে ক্লিক করুন, আপনার কম্পিউটারে প্রদর্শিত দৃশ্যের স্ক্রিনশট তুলা হয়ে যাবে।
  • Game Bar দ্বারা নেওয়া প্রতিটি স্ক্রিনশট .PNG ফরমেটে সেভ হয়। এবং তা Videos > Captures ফোল্ডারে সেভ হয়।

Alt + Print Screen এর সাহায্যে স্ক্রিনশট

আপনার কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার আরেকটি সহজ উপায় হলো Alt + Print Screen এর সাহায্যে স্ক্রিনশট।

এই পদ্ধতিতে আপনি আপনার কম্পিউটারের যেকোনো এক্টিভ  স্ক্রিনের স্ক্রিনশট নিতে পারবেন।

আর এই পদ্ধতিতেও স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার কম্পিউটারে Paint অ্যাপ্লিকেশন থাকতে হবে। যা প্রায় সকল windows কম্পিউটারেই ইনবিল্ড অবস্থায় থাকে।

Alt + Print Screen এর সাহায্যে স্ক্রিনশট নেওয়ার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ-
  • সবার আগে আপনি যেই স্ক্রিনের বা দৃশ্যের স্ক্রিনশট নিতে চান সেই স্ক্রিন ওপেন করুন।
  • এবার আপনি আপনার কম্পিউটারের কীবোর্ডের  Alt + Print Screen key একসাথে চাপুন। সেই স্ক্রিনটি আপনার কম্পিউটারের ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে।
  • এবার আপনি Paint অ্যাপ্লিকেশনটি ওপেন করুন।
  • Paint অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর ctrl + V চেপে পূর্বে কপি করা স্ক্রিনশটটি Paste করুন।
  • এবার ctrl + S চেপে স্ক্রিনশটটি সেভ করুন।

Power + Volume Up এর সাহায্যে স্ক্রিনশট

Power + Volume Up এর সাহায্যে স্ক্রিনশট নেওয়ার পদ্ধতিটি তখনই কাজ করবে যখন আপনি একজন Windows 10 এর ব্যবহারকারী হবেন এবং আপনি মাইক্রোসফট সার্ফেস ডিভাইসের সাহায্যে স্ক্রিনশট নিবেন।

Power + Volume Up এর সাহায্যে স্ক্রিনশট নেওয়ার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুনঃ-
  • সবার আগে আপনি যেই স্ক্রিনের বা দৃশ্যের স্ক্রিনশট নিতে চান সেই স্ক্রিন ওপেন করুন।
  • এবার আপনি আপনার কম্পিউটারের কীবোর্ডের  Windows + Volume Up key একসাথে চাপুন। আপনার কম্পিউটারের স্ক্রিনশট একবার ডিম হবে, এবং সেই স্ক্রিনের স্ক্রিনশট সেভ হয়ে যাবে।
টিপস্ঃ আপনি যদি মাইক্রোসফট সার্ফেস ৩ অথবা আরো পুরনো ভার্সন ব্যবহার করে থাকেন তবে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাকে Windows + Volume Down key একসাথে চাপতে হবে।
  • সেভ হওয়া স্ক্রিনশটটি Pictures > Screenshots ফোল্ডারে সেভ হবে।

Windows + Print Screen এর সাহায্যে স্ক্রিনশট

আপনার কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার সবচেয়ে সহজ উপায়গুলোর মধ্যে এটি একটি।

যদি আপনি একজন Windows 10 এর ব্যবহারকারী হন এবং অটোমেটিক স্ক্রিনশট সেভ করতে চান তবে এই পদ্ধতিটি আপনার জন্যই।
Windows Key

Windows + Print Screen এর সাহায্যে স্ক্রিনশট নেওয়ার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ-
  • সর্বপ্রথম আপনি যেই স্ক্রিনের বা দৃশ্যের স্ক্রিনশট নিতে চান সেই স্ক্রিনটি ওপেন করুন।
  • এবার আপনি আপনার কম্পিউটারের কীবোর্ডের  Windows + Print Screen key একসাথে চাপুন। আপনার কম্পিউটারের স্ক্রিনশট একবার ডিম হবে, এবং সেই স্ক্রিনের স্ক্রিনশট সেভ হয়ে যাবে।

Third-party screenshot apps এর সাহায্যে স্ক্রিনশট

আপনার যদি এই বিল্ড-ইন স্ক্রিনশট মেথডগুলো পছন্দ না হয় এবং আপনি যদি কিছু এক্সট্রা ফিচার চান তবে আপনি Third-party screenshot apps এর সাহায্যে স্ক্রিনশট নিতে পারেন।

নিচে কিছু পপুলার Third-party screenshot apps এর তালিকা দেওয়া হলোঃ
  1. ShareX
  2. Lightshot
  3. Greenshot
  4. PicPick
  5. ScreenRec

আপনি এর মধ্যে থেকে যেকোনো Third-party screenshot apps ব্যবহার করে আপনার কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নিতে পারেন।

কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নিয়ে FAQ

প্রশ্ন-১ঃ স্ক্রিনশট কি?
উত্তরঃ স্ক্রিনশট যা স্ক্রিন ক্যাপচার ও স্ক্রিন ক্যাপ নামেও পরিচিত, তা হলো একটি ছবি যা কোনো কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ইউজার তাদের স্ক্রিনে আসা কোনো দৃশ্যকে তাদের ডিভাইসে সেভ করা।

প্রশ্ন-২ঃ স্ক্রিনশট নেওয়ার উদ্দেশ্য কী?
উত্তরঃ কম্পিউটারে কাজ করার সময় কোনো গুরুত্বপূর্ণ স্ক্রিন সেভ করে রাখার জন্য স্ক্রিনশট নেওয়া হয়।

প্রশ্ন-৩ঃ কীভাবে আমি কম্পিউটারে স্ক্রিনশট নেব?
উত্তরঃ কম্পিউটারে স্ক্রিনশট অনেকগুলো উপায় আমরা উপরে আলোচনা করেছি। বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

প্রশ্ন-৪ঃ আমি কি আমার ল্যাপটপে স্ক্রিনশট নিতে পারি?
উত্তরঃ হ্যাঁ। আপনি পারবেন। ল্যাপটপ ও কম্পিউটার দুটোই পিসি। তাই এ দুটিতে স্ক্রিনশট নেওয়া একই রকম। কম্পিউটার এবং ল্যাপটপে কিভাবে আপনি স্ক্রিনশট নিবেন এসম্পর্কে আমরা উপরে বিস্তারিত আলোচনা করেছি।

প্রশ্ন-৫ঃ ফটো এবং স্ক্রিনশটের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ ফটো ক্যামেরার সাহায্যে তৈরি একটি ছবি। আর স্ক্রিনশট হলো কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে প্রদর্শিত কোনো দৃশ্যকে সংরক্ষিত করার উপায়।

Conclusion

আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার সময় প্রায়ই আমাদের কোনো স্ক্রিন স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হতে পারে।

তবে আমাদের মধ্যে অনেকেই জানেনা কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়া যায়।

আর আপনাদের এ সমস্যার সমাধানের জন্যই আমি আপনাদের জন্য এই পোস্টটি তৈরি করেছি।

আশা করি এই পোস্টে দেখানো পদ্ধতিগুলো আপনার পছন্দ হয়েছে এবং আপনার উপকারে লেগেছে।

যদি এ পদ্ধতিগুলো আপনার পছন্দ হয়ে থাকে তবে এই পোস্টটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে।

আর আপনার মনে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়া নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে তা কমেন্ট সেকশনে জানান। আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেয়ার চেষ্টা করব।