Touch Typing কি? কিভাবে Touch Typing শিখব | How to learn Touch Typing in Bangla
আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি, আমরা দেখি আমাদের আশেপাশের অনেকেই অনেক দ্রুত কম্পিউটারে টাইপিং করছে।
তাদের দেখে আমাদেরও মনে হয় যদি আমরাও এমনটা পারতাম!
কি, তাই না?
আপনিও কি এরকম দ্রুত টাইপিং শিখতে চান?
যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে এই পোস্টটি আপনার জন্য। ShoutOnBangla আজ আপনাদের জন্য নিয়ে এসেছে দ্রুত টাইপিং করার সহজ উপায়।
হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন।
আপনি যদি কোনো অফিসে কাজ করেন যেখানে কম্পিউটারে কাজ করা হয় বা আপনি যদি নিজের বাড়িতেই কম্পিউটার ব্যবহার করেন অথবা যদি কোনো সাধারণ কম্পিউটার ব্যবহারীই হয়ে থাকেন, তবে কম্পিউটারে দ্রুত টাইপিং-এর গুরুত্ব আপনি অবশ্যই জেনে থাকবেন।
আর এই গুরুত্ব পর্যালোচনা করেই আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি দ্রুত কম্পিউটারে টাইপিং করার সহজ পদ্ধতি।
আর এই পদ্ধতির নাম হলো Touch Typing.
Touch Typing শিখার পূর্বে আমাদের জানা দরকার Touch Typing আসলে কি?
Touch Typing কি
Touch Typing হলো কিবোর্ড না দেখে বা কীবোর্ড শুধু মাত্র স্পর্শের মাধ্যমে অনুভূতি করে না দেখে টাইপ করার একটি পদ্ধতি। তবে এই টাইপিং পদ্ধতিতে স্পর্শের বোধটি কেবল সামান্য জড়িত, কারণ এই টাইপিং পদ্ধতিটি সঠিক ভাবে করার জন্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে পেশী মেমরি দ্বারা নিয়ন্ত্রিত করা হয়।
Touch Typing করার জন্য আপনার হাতের ১০ টি আঙ্গুলই ব্যবহার করতে হবে। এই কারণেই এই পদ্ধতিতে টাইপিং করলে অনেক দ্রুত টাইপিং করা যায়।
তবে Touch Typing ভালো করে শেখার জন্য আপনাকে এর সঠিক পদ্ধতি জানতে হবে এবং তার সাথে সাথে প্রতিদিন আপনাকে অনুশীলন করতে হবে।
যত বেশি অনুশীলন করবেন তত দ্রুত আপনি টাইপ করতে পারবেন।
তাহলে চলুন এখন জানা যাক কিভাবে আপনি Touch Typing করবেন।
Touch Typing করার সহজ উপায়
Touch Typing এ প্রতিটি আঙ্গুলের নিজস্ব অবস্থান রয়েছে। কোন আঙ্গুল কোন জায়গায় থাকব তা আপনাকে ভালো করে জানতে হবে এবং সেভাবেই অনুশীলন করতে হবে।
Touch Typing করার জন্য বসার পদ্ধতি
Touch Typing করার জন্য আপনাকে সঠিকভাবে বসতে হবে। কারণ আপনাকে দীর্ঘ সময় এই কম্পিউটারের সামনে বসে টাইপিং করতে হবে। যদি আপনি সঠিকভাবে না বসেন তবে অল্প কিছু সময় পরই আপনার পিঠ, ঘার ও আঙ্গুলে ব্যাথা অনুভব করবেন।
তাই Touch Typing করার জন্য বসার সঠিক পদ্ধতি জানা খুব জরুরি।
Touch Typing করার জন্য বসার সঠিক উপায়ঃ
- সোজা হয়ে বসতে হবে।
- কম্পিউটার স্ক্রিন থেকে ৪৫-৭০ সে. মি. দূরে বসুন।
- কম্পিউটার স্ক্রিনের দিকে সামান্য পরিমাণে ঝুকে বসুন।
- কম্পিউটার স্ক্রিনের দিকে ৪৫° কোণে তাকাতে হবে।
- কিবোর্ডে আপনার হাত আলতো করে রাখুন।
- হাতের আঙ্গুলগুলো সামান্য বাকা করে সঠিক বাটনে সঠিক আঙ্গুল রাখুন।
কিবোর্ড Home Key
কিবোর্ডের অন্যান্য বাটন
- আপনি ঐ আঙ্গুল দিয়েই বাটনগুলো চাপুন যেই আঙ্গুলের জন্য ঐ বাটনগুলো রিজার্ভ আছে।
- সবসময় আপনার আঙ্গুলগুলো আবার স্টারটিং পজিশনে ফেরত আনতে হবে। (ASDF - JKL;)
- যখনই টাইপিং করবেন তখনই চিন্তা করুন কিবোর্ডের কোন বাটন কোথায় আছে।
- Space Bar চাপার জন্য আপনি আপনার বৃদ্ধাঙ্গুল ব্যবহার করুন।